বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন
Uncategorized

জার্মানীতে শিক্ষাবৃত্তি

  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

“ট্র্যাক ও ফিল্ড কোচিং ডিপ্লোমা ২০১৪” শীর্ষক জার্মান দূতাবাস ও জার্মান ন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশন শিক্ষাবৃত্তি প্রদান করবে। ট্র্যাক ও ফিল্ডের কোচ ও শারীরিক শিক্ষকরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে চল্লিশের কম এবং শারীরিকভাবে সুস্থ ব্যক্তিরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

বৃত্তিপ্রাপ্তদের বাড়িভাড়া, চিকিৎসা খরচ এবং ভাষাশিক্ষা কোর্স ফি ও স্পোর্টস ট্রেনিংয়ের খরচ বহন করবে আয়োজক সংস্থা। দেওয়া হবে ৪০০ ইউরো মাসিক ভাতা।

আবেদনপত্রের সাথে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক সুস্থতার সনদপত্র ও জার্মান ন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশন থেকে প্রাপ্ত কনফার্মেশন লেটার জার্মান দূতাবাসে বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০১৩ইং। আবেদনের ঠিকানা ও বৃত্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিংকটি দেখুন।

www.dhaka.diplo.de/Vertretung/dhaka/en/08/Sport/2013-DLV-Stipendium.html

ই-মেইল : Karin.scott@leichtathletik.de

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com
%d bloggers like this: