রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
Uncategorized

জার্মানীতে উচ্চ শিক্ষা

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

পশ্চিম ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানিতে পড়াশোনায় টিউশন ফি লাগে না সেই সাথে নানা ধরনের বৃত্তির সুযোগ আছে আর সেখানকার শিক্ষার মান নিয়েও কারো মনে প্রশ্ন নেই। তবে জার্মান ভাষা শেখা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। জার্মান ভাষা শিখতে ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে খোঁজ নিতে পারেন। এছাড়া ইংরেজি মাধ্যমেও উচ্চশিক্ষার সুযোগ আছে।

জার্মানির ৪৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবিকসহ সব শাখাতেই উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয় থেকে থেকে যেসব ডিগ্রি নেয়া যায়:

  • ব্যাচেলর
  • মাস্টার্স
  • ডিপ্লোমা
  • ডক্টরেট
  • পোষ্ট ডক্টরেট

বিভিন্ন ধরনের বিষয়ে পড়াশোনার সুযোগ আছে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে:

  • স্থাপত্য
  • সাইট ইঞ্জিনিয়ারিং
  • প্লান্ট অপারেশনস
  • পেইন্ট টেকনোলজি
  • ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এন্ড এনভায়রনমেন্টাল প্ল্যানিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং
  • ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
  • টেকনিক্যাল ইনফরমেটিকস
  • ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ
  • জার্মান স্টাডিজ
  • ইতিহাস
  • গভর্ন্যান্স
  • পলিটিক্যাল সায়েন্স
  • অ্যাডভান্সড ম্যাটারিয়ালস
  • অ্যাডভান্সড অনকোলজি
  • কমিউনিকেশন টেকনোলজি
  • এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • ফিন্যান্স
  • মলিকিউলার সায়েন্স
  • পদার্থবিজ্ঞান
  • গণিত
  • কম্পিউটার সায়েন্স

এছাড়া বিভিন্ন ভাষা এবং প্রকৌশলবিদ্যার নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

জার্মানির উল্লেখযোগ্য কয়েকটি বিশ্ববিদ্যালয়:

  • হাইডেলবার্গ ইউনিভার্সিটি
  • ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাড হনেফ
  • লুদভিক ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখ
  • ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন
  • হাইডেলবার্গ ইউনিভার্সিটি
  • উলম ইউনিভার্সিটি
  • ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাড হনেফ

শিক্ষা বৃত্তি:

জার্মানিতে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থী ও গবেষকের প্রায় ২৫ ভাগই শিক্ষা বৃত্তি পেয়ে থাকেন। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি গবেষণার জন্য বৃত্তি দেয়া হলেও স্নাতক পর্যায়ে বৃত্তির সুযোগ কিছুটা কম। শিক্ষা বৃত্তি দেয়া উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান:

  • ডিএএডি কনরাড আডেনাওয়ার ফাউন্ডেশন
  • হাইনরিশ ব্যোল ফাউন্ডেশন
  • ফ্রিডরিশ এবার্ট ফাউন্ডেশন
  • বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশন

কিভাবে আবেদন করবেন

  • জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে আবেদনের নিয়মের পাশাপাশি বৃত্তির তথ্যও পাওয়া যাবে।
  • আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর এডমিশন অফিসে যোগাযোগ করে ভর্তি ফরম ও অন্যান্য বিষয়ে তথ্য জানতে পারেন।
  • কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন।
  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে ভর্তির সকল প্রক্রিয়া সম্পর্কে অবহিত করবেন।
  • অন্তত ১ বৎসর সময় হাতে রেখে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি শুরু করুন।
  • আবেদনের তারিখ শেষ হওয়ার ৬-৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবেন।

বিভিন্ন কোর্সে ভর্তির শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা এবং কোর্সের মেয়াদ:

কোর্সের নাম শিক্ষাগত যোগ্যতা ভাষাগত যোগ্যতা কোর্সের মেয়াদ
ব্যাচেলর কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষা জার্মানি ভাষার দক্ষতা মূল্যায়ন কোর্স DeF অথবা DSH. কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়সমূহের ক্ষেত্রে IELTS/TOFEL গ্রহণযোগ্য ৩ – ৪ বৎসর মেয়াদী পূর্ণকালীন কোর্স
মাস্টার্স ১৫ – ১৬ বৎসরের শিক্ষা সমাপন জার্মানি ভাষার দক্ষতা মূল্যায়ন কোর্স DeF অথবা DSH. কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়সমূহের ক্ষেত্রে IELTS/TOFEL গ্রহণযোগ্য ১ – ২ বৎসর মেয়াদী পূর্ণকালীন কোর্স
পিএইচডি মাস্টার্স/এমফিল DeF/DSH/English ৩ থেকে ৪ বৎসর পূর্ণকালীন কোর্স

প্রয়োজনীয় কাগজপত্র

  • পূরণকৃত আবেদন ফরম
  • সকল পরীক্ষা পাসের সনদপত্র ও মার্কসীটের ফটোকপি
  • স্কুল/কলেজের ছাড়পত্র
  • জার্মান/ইংরেজি দক্ষতার প্রমাণপত্র
  • পাসপোর্টের ফটোকপি

জার্মানিতে বসবাস ও কাজের সুযোগ

বসবাসের জন্য জার্মানি অত্যন্ত ব্যয়বহুল একটি দেশ, খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে জার্মানিতে পড়তে আসা ছাত্রছাত্রীরা ৯০ পূর্ণ দিবস অথবা ১৮০ অর্ধ দিবস কাজ করতে পারেন। সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজের অনুমোদন নেই। একজন ছাত্র/ছাত্রী নিম্নের যে কোন একটি কাজ বেছে নিতে পারেন:

  • পিজা ডেলিভারি
  • ক্লিনিং
  • বারটেন্ডিং
  • হেলথ কেয়ার সার্ভিস
  • ফ্রুট পিকিং
  • হোটেল সার্ভিস

জার্মানিতে পড়াশোনাসহ অন্যান্য তথ্যের জন্য জার্মানিতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন “বিসাগ” ওয়েবসাইট দেখতে পারেন: http://bsaagweb.de/

বাংলায় জার্মান ভাষা শেখার ফেসবুক পেজ: https://www.facebook.com/deutsch.bsaag

জার্মানিতে পড়াশোনার তথ্যের জন্য প্রয়োজনীয় সাইট:

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com
%d bloggers like this: