বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

জার্মানি স্টুডেন্টদের জন্য স্বর্গ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
২০২৫ সালের জানুয়ারি থেকে জার্মানিতে মিনিজবের আয় সীমা বাড়ানো হচ্ছে:
* নতুন সীমা: মাসে ৫৫৬ ইউরো (পূর্বে ৫৩৮ ইউরো ছিল)।
* কারণ: মিনিমাম বেতন বেড়ে ১২.৮২ ইউরো প্রতি ঘন্টা করা হয়েছে।
* ফলাফল: মিনিজবের সকল কিছু একই রকম রেখেই আরও কিছুটা বেশি আয় করতে পারবেন।
* কাজের ঘন্টা: মাসে সর্বোচ্চ ৪৩ ঘন্টা কাজ করা যাবে। তবে আয় যদি মিনিমাম বেতন থেকে বেশি হয়, তাহলে কাজের ঘন্টা কমতে পারে।
সহজ করে বললে: মিনিজব করে আগে যে পরিমান টাকা ইনকাম করছেন, এখন থেকে এই সেম আওয়ার কাজ করে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন । তবে কাজের ঘন্টা আগের মতই থাকবে। মিনি জবের স্যালারিতে কোন ট্যাক্সও দিতে হয় না।🙂
বি দ্র: যারা আমার মতো ছোট শহরে থাকেন তাদের ঘরভাড়া মানে স্টুডেন্ট হোস্টেলের খরচ আর খাওয়া খরচ এই মিনি জবেই উঠে যায়।🙄
বাকি পার্ট টাইম জবের নূন্যতম ১০০০ ইউরো থেকে ইনসুরেন্সের খরচ আর আনুসাঙ্গিক সব মিলেয়ে ২০০/৩০০ ইউরো খরচ করে দিব্যি ৬০০-৭০০ ইউরো বাচানো যায় স্টুডেন্ট অবস্থায়। 🫠
জার্মানি আসলেই স্টুডেন্টদের জন্য স্বর্গ। স্টুডেন্ট অবস্থাতেই পড়াশোনার পাশাপাশি সব খরচ চালিয়েও এতো টাকা সেভিংস ইউরোপ / আমেরিকার কোথাও পাবেন না।
অন্য দেশে এই পরিমাণ টাকা বাচাতে গেলে আপনার পড়াশোনাটাই বাদ পড়ে যাবে।। ফলাফল স্বরূপ ভিসা হারিয়ে এদেশ ওদেশ করে বেড়াতে হবে।
এবার আপনারাই বলেন ,, টিউশন ফি ছাড়া পড়াশোনা করে প্রতি মাসে এতো টাকা সেভিং করতে পারলে আমি কেন সেই দেশকে স্টুডেন্টদের জন্য স্বর্গ বলবো না!
আমি এখানে আমার স্টুডেন্ট থাকা অবস্থায় একটা খরচের হিসাব দিলাম মাত্র।
প্রতিটি মানুষ যেহেতু আলাদা তাই তার আয়, ব্যয়, সেভিং আলাদা হবে এটাই স্বাভাবিক।
সংগ্রহীত

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com