জার্মানিতে চাকরি পাওয়ার একটা সহজ উপায় আছে। এখানে আপনার কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার নেই। ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি ছাড়াই জার্মানিতে আউসবিল্ডুং বা ভোকেশনাল ট্রেনিং করে শুরু করতে পারেন আপনার ক্যারিয়ার। সফলভাবে এই প্রশিক্ষণ শেষ করে আপনিও হতে পারেন জার্মানির দক্ষ কর্মীদের একজন।
জার্মান শিক্ষা ব্যবস্থায় ভোকেশনাল ট্রেনিংয়ে দ্বৈত ব্যবস্থা একেবারে স্বতন্ত্র। এটি তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমম্বয়ে গঠিত। সপ্তাহের দুই থেকে তিন দিন আপনি ভোকেশনাল স্কুলে প্রশিক্ষণ নিবেন এবং বাকি দিনগুলোতে একটি কোম্পানিতে নতুন শিক্ষাকে কাজে লাগাবেন।
জার্মানিতে এখন অনেক কাজেই দক্ষ কর্মীদের প্রয়োজন। জার্মানিতে বর্তমানে প্রায় ৩৩০ টি পেশা রয়েছে, যার জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ প্রয়োজন। এই প্রশিক্ষণের জন্য দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। পাশাপাশি বেতন যেমন পাবেন, নিতে পারবেন ছুটিও। কোম্পানি এবং কাজের ধরনের উপর বেতন নির্ভর করবে। ২০২২ সালের হিসাব অনুযায়ী ভোকেশনাল প্রশিক্ষনার্থীদের মাসিক গড় বেতন ১ হাজার ৫৭ ইউরো। আইন অনুযায়ী প্রশিক্ষণার্থীকে কমপক্ষে ৬৪৯ ইউরো দিতেই হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যত দক্ষ করতে পারবেন আপনার চাকরির নিশ্চয়তা ততো বেশি।
আবেদন করার জন্য কোম্পানি গুলোর ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক না হলে আপনার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট জার্মান ভাষায় অনুবাদ ও নোটারি করতে হবে এবং জার্মান ভাষা শিখতে হবে। ভোকেশনাল স্কুল এবং কোম্পানি গুলোতে বেশিরভাগ মানুষ জার্মান ভাষায় কথা বলে। তাই বি-১ লেভেলের জার্মান শিখতে হবে।
ভোকেশনাল স্কুলের অফার লেটার থাকলে ও আর্থিক নিশ্চয়তা দিতে পারলে আপনি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
ভিসার জন্য লাগবে:
*জার্মান ভোকেশনাল স্কুল থেকে নিয়োগপত্র।
*জার্মান ভাষায় বি ওয়ান লেভেল পাসের সনদ।
*মাসে অন্তত ৯০৩ ইউরো খরচের সামর্থ্যের প্রমাণ।