মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

জার্মানিতে ছয় মাসে ৮০ হাজার ওয়ার্ক ভিসা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

চলতি বছরের প্রথম ছয় মাসে ৮০ হাজারেরও বেশি ওয়ার্ক ভিসা দিয়েছে জার্মান সরকার। দেশটির স্কিল্ড ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় এসব ভিসা দেওয়া হয়।

দেশের শ্রমখাতে চলমান কর্মী সংকট কাটানোর লক্ষ্যে বিদেশি দক্ষ শ্রমিকদের দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়ার অংশ হিসেবেই এই আইনটি প্রণয়ন করা হয়।

পরিসংখ্যান বলছে, এই ৮০ হাজার ভিসার অর্ধেক, অর্থাৎ, ৪০ হাজার দক্ষ শ্রমিকদের দেওয়া হয়েছে।

এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিন হাজার বেশি। মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের প্রথম ছয় মাসে মোট ৩৭ হাজার দক্ষ শ্রমিককে ভিসা দিয়েছিল জার্মান সরকার।

সেই বছর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রমখাতের জন্য মোট এক লাখ ৫৭ হাজার ভিসা দিয়েছিল এর মধ্যে দক্ষ শ্রমিকদের জন্য মোট ৭৯ হাজার ভিসা দেওয়া হয়।

দেশের শ্রমিক সংকট কাটাতে নানা পদক্ষেপ নিচ্ছে জার্মান সরকার। এর মধ্যে রয়েছে দেশের নাগরিকত্ব আইন সংশোধন এবং শ্রমবাজারে প্রবেশ সহজকরণ। তাছাড়া দক্ষ কর্মীদের আরেও আকৃষ্ট করতে অপরচুনিটি কার্ড বা জার্মান ভাষায় চান্সেনকার্টে নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

মূলত ইইউর বাইরের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে ১ জুন ২০২৪ থেকে অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে। যোগ্য ব্যক্তিরা কোনো চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন। তাদের হাতে চাকরি খুঁজে নিতে এক বছর সময় থাকবে।

কেউ অপরচুনিটি কার্ড পেতে চাইলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি অন্তত দুই বছরের কারিগরি শিক্ষা, অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে ন্যূনতম (এ১ লেভেল) জার্মান ভাষা জানতে হবে, অথবা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (বি২ লেভেল) থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com