সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

জাপান ভিসা

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
জাপান ভিসা এপ্লিকেশন গত ৩ নভেম্বর থেকে ভিএফএস গ্লোবাল জমা নিচ্ছে। এক্ষেত্রে আপনার সকল ডকুমেন্টস রেডি করে ভিএফএস গ্লোবাল এর গুলশান ডেল্টা টাওয়ারে জমা দিতে হবে। এবং এর আগে অবশ্যই তাদের ওয়েবসাইটে একাউন্ট ক্রিয়েট করে আপনাকে আগে এপোয়েনমেন্ট নিতে হবে।
এপ্লিকেশন ফর্ম ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে পাবেন।
জাপান এম্বাসির
জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন বছরের ট্যাক্স রিটার্ন এর পেমেন্ট স্লিপ। এইটা ছাড়া ওনারা আপনার ফাইল জমা নিবে না।
এর পরে ট্রাভেল প্লান করার সময় ভাল করে লোকেশন সিলেক্ট করবেন। যাতে ট্রাভেল প্লান তাদের কাছে অথেনটিক মনে হয়। একটা লোকেশন দক্ষিন আরেকটা উত্তর দিকে এইভাবে না করে সিকুয়েন্স ঠিক রেখে পাশাপাশি লোকেশন দিয়ে একটা ট্রাভেল প্লান বানান।
অপ্রয়োজনীয় ডকুমেন্টস সাথে না নেওয়াই ভাল। জাপান এম্বাসি কোন এক্সট্রা ডক্স নেয় না। যেমন এসেট ভ্যালুয়েশন, আগের ভিসা কপি, আগের ট্রাভেল হিস্ট্রির বর্ননা যুক্ত কোন ডকুমেন্টস যেমন আলাদা এক্সেল সিটে অনেকেই ট্রাভেল হিস্ট্রি লিখে জমা দেন অথবা আপলোড করেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস লিস্ট ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে দেওয়া আছে।
১: এপ্লিকেশন ফর্ম। ভাল করে নির্ভুলভাবে ফিলাপ করবেন।
২: কভার লেটার।
৩: টুর প্লান।
৪: এয়ার টিকেট বুকিং কপি ( লাইভ থাকতে হবে এমন না কোন কথা নেই। ব্রুনাই এম্বাসি ছাড়া কনফার্ম টিকেট অন্য কোন এম্বাসি চায় বলে আমার জানা নাই)
৫: হোটেল বুকিং কপি।
৬: ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চাদের বার্থ সাটিফিকেট ( যদি থাকে)
৭: টিন, ট্যাক্স সার্টিফিকেট, এবং পেমেন্ট স্লিপ ( ৩ বছরের এবং মাস্ট নোটারি করা)
৮: প্রফেশন রিলেটেড ডকুমেন্টস ( ট্রেড লাইসেন্স, জব আইডি+ এনওসি)
৯: পারসোনাল ব্যাংক স্টেটমেন্ট(৬ মাসের)+ সলভেন্সি সার্টিফিকেট অরিজিনাল কপি ( সিল সাইন সহ)
১০: ব্যাবসায়ী হলে লাস্ট ৬ মাসের কারেন্ট একাউন্ট স্টেটমেন্ট + সলভেন্সি সার্টিফিকেট। জব হোল্ডার হইলে স্যালারি একাউন্টের স্টেটমেন্ট।
১১: নোটারি করা এন আইডি একজনের ব্যাক দিছে।
১২:কারো গ্যারান্টর থাকলে, তার থেকে গ্যারান্টি লেটার। তার প্রয়োজনীয় ডকুমেন্টস এড করে দিবেন।
১৩: ৪৫ X 35 mm photo.
জাপান এম্বাসির ভিসা হইছে এমন কিছু লোক কনফার্ম ভিসা করে দিবে বলে জনপ্রতি মাত্র ১ লাখ টাকা দাবি করতেছে। এদের থেকে সাবধান থাকেন। আপনার পর্যাপ্ত পেপারস থাকলে আপনিই আবেদন করতে পারবেন। ভিসা দেওয়া না দেওয়া এম্বাসির হাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com