বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

জানুয়ারিতে নিউইয়র্কে তুষারঝড়ের আশঙ্কা

  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

২০২৪ কে স্বাগত জানানো হয়েছে। সেই সঙ্গে স্বাগত জানুয়ারিকে। যে মাসটিকে সাধারণত তুষার ঢাকা মাস হিসেবেই দেখা হয়। নিউইয়র্ক সিটি হয়তো সেই অপেক্ষায়ই রয়েছে। তবে জানুয়ারিতে সবচেয়ে বড় তুষার ঝড়ের আশঙ্কাও থেকে যায়।

মাত্র বছর কয় আগে ২০১৬ সালের ২৪-২৬ জানুয়ারি স্মরণকালের সবচেয়ে বড় তুষারঝড়ের কবলে পড়েছিলো নিউইয়র্ক। বরফে ঢাকা পড়েছিলো গোটা নগরী।

কুইনসসহ সকল বোরোর সড়কগুলো ছিলো একফুট বরফের নিচে ঢাকা। কয়েক দিন লেগেছিলো বরফ সরিয়ে নগরীর সড়কগুলোকে কার্যকর করে তুলতে।

সেবার মেয়রের ওপর ক্ষেপেছিলেন নগরবাসী। কেনো বরফ সরাতে এত সময় লেগে গেলো।

এখানে একটি বিষয়, সেবার প্রথম নগরীতের তুষারপাতের পরিমাপ করা হয়েছিলো ২৬.৮ ইঞ্চি, যা ছিলো দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। পরে জানানো হয় প্রকৃতপক্ষে তা ছিলো ২৭.৫ ইঞ্চি। যা ইতিহাসে সর্বোচ্চ পরিমান তুষারপাতের রেকর্ড।

১৯৯৬ সালে তুষার ঝড়ে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিলো। এর আগে ১৯৭৮ সালে একবার তুষার ঝড়ে নিউইয়র্কের স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

অতীতের পাঁচটি বড় তুষার ঝড়ই হয়েছে জানুয়ারিতে। ১৮৬৯ সাল থেকে রাখা হচ্ছে নিউইয়র্কের আবহাওয়ার রিপোর্ট। সেই থেকে বড় বড় যে পাঁচটি তুষার ঝড় হয়েছে তার চারটই হয়েছে গত ২৫ বছরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com