রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

জনসংখ্যা বাড়াতে যে উদ্যোগ নিল চীন

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

একসময় বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ছিল চীন। কিন্তু এই তকমা চলে গেছে ভারতের কাছে। উল্টো চীনের জনসংখ্যা কমেই চলেছে। এই ক্রমহ্রাসমান ধারা বন্ধ করতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে দেশটি। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এমতাবস্থায় নতুন এক উদ্যোগ নিল চীন সরকার।

চীনা সংবাদ সংস্থা শিনহুয়া বলছে, ‘চাইল্ডবার্থ-ফ্রেন্ডলি সোসাইটি’ নামের একটি নতুন কর্মসূচি শুরু করতে চলেছে চীনের রাষ্ট্রীয় কাউন্সিল। এ ছাড়া শিশুদের লালনপালনে বাড়তি সুবিধা দেওয়া হবে। এ ছাড়া শিশু জন্ম দিতে ক্রমাগত উৎসাহ দিয়ে যাবে বিশেষ দল।

এ ছাড়া চাইল্ডকেয়ার পরিষেবা আরও আধুনিক করবে চীন। শিক্ষা, আবাসন ও চাকরিতে দেওয়া হবে বাড়তি সুবিধা। এতে করে মানুষ সন্তান নিতে আগ্রহী হবে।

সম্প্রতি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে চীনে কিন্ডারগার্টেন কমেছে ১৪ হাজার ৮০৮টি। শিক্ষার্থী না থাকায় এসব কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। এর আগে একবারই এত বেশি কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যায়।

২০২৩ সালে টানা দুই বছরের মতো কমে চীনের জনসংখ্যা। দেশটিতে জনসংখ্যা কমে যায় ২০ লাখ। মোট জনসংখ্যা হয় ১৪০ কোটি। চীনকে টপকে এগিয়ে যায় ভারত।

এ ছাড়া জটিল এক সমস্যায় পড়ে চীন। দেশটিতে বয়স্ক লোকদের সংখ্যা বেড়ে যায়, কমে যায় শিশু। এতে করে কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com