কেউ নাচে পারদর্শী, কারোর গানের সুরের স্রোতে ভেসে যায় শ্রোতারা আবার কারো জিমন্যাস্টিকের এর দক্ষতা চমকে দেয়… আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে। একেকজনের একেকরকম প্রতিভা কেউই কারো থেকে কম নয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধরনের প্রতিভাদের পরিচয় সামনে আসছে। নিজেদের দক্ষতা দিয়ে নিজেদের পরিচিতি গড়ে তুলছেন এই ধরনের শিল্পীরা।
এই যেমন গান দিয়ে মন জয় করে নিয়েছিলেন চাঁদমনি হেমব্রম, রানু মন্ডল। সোশ্যাল মিডিয়া থেকেই যাদের প্রতিভা পৌঁছে গিয়েছে বলিউড জগতে। এরকমই এক শিল্পী হল প্রান্তিকা অধিকারী। তিনি বর্তমানে নেটদুনিয়ার সেন্সেশন। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভা প্রকাশ্যে এনে পরিচিতি গড়ে তুলেছেন তিনি। তার অসম্ভব সুন্দর নাচের ফ্যান প্রচুর দর্শক।
সম্প্রতি তিনি আবার ঝড় তুললেন নিজের নাচ দিয়ে। ভূমি নামের একটি ব্যান্ডের গান “এই পূর্ণিমা রাতে চল পালাইয়া যাই” গানের তালে নেচে ভাইরাল হলেন প্রান্তিকা। সবুজ কমলা রঙের পোশাকে প্রকৃতির মাঝে যেভাবে তিনি নেচেছেন তা এককথায় অনবদ্য। তার এক্সপ্রেশন, ডান্স মুভস প্রমাণ করে দেয় তিনি কতটা দক্ষ।
তার এই ভিডিওটি পোস্ট করেছেন নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি সামনে আসতেই মুহূর্তের মধ্যে নজর কেড়েছে দর্শকদের। ইতিমধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন প্রশংসা করেছেন। তার নাচ ছড়িয়ে গেছে এপার বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও।