শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

ছুটির দিনে রিভার ক্রুজিং

  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩
ছুটির দিনে উপভোগ করুন শীতলক্ষ্যা নদীতে রিভার ক্রুজিং। সাথে থাকছে কারাওকে সাউন্ড বক্স, কম্প্লিমেন্টারি স্ন্যাক্সস আর চা। উপভোগ করুন আপনার পরিবার আর প্রিয়জনের সাথে। আমাদের সুপ্রশিক্ষিত ক্রু’রা আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা এবং সকল প্রকার সুযোগ সুবিধার নিশ্চিত করবে।
স্থানঃ পুর্বাচলের শিমুলিয়া ঘাট https://maps.app.goo.gl/DvjF3XmM9d5MhZm66
জনপ্রতি খরচ (২ ঘন্টার জন্য)ঃ ১,৫০০টাকা (৫ বছরের নীচের বাচ্চার খরচ লাগবে না।)
কবেঃ আগামী ১৯ & ২০ শে’মে (শুক্রবার এবং শনিবার)
স্লটঃ ১) বিকাল ৫টা থেকে ৭টা ২) সন্ধ্যা ৭টা থেকে ৯টা
ইয়টের স্পেক: • 40′ Cabin cruiser • 1 Common bathroom • Fly bridge • 2x 250 hp Suzuki OBM • Life Jacket • Bluetooth Sound System • Multi display radar • Eco sounder • Complimentary tea • Max 14 person • 2x Crew
এটা শেয়ারড ক্রুজিং হবে, তাই সকলকে লিম্নলিখিত নিয়মাবলী মেনে চলার জন্য অনুরো্ধ করা হলোঃ ১) ইয়ট সময় মতো ছেড়ে যাবে, কাজেই কেউ বিলম্ব করবেন না ২) অন্যের সমস্যা হয় এমন কিছু করা থেকে বিরত থাকি ৩) দেশের প্রচলিত আইন বিরুদ্ধ কোন কিছু করা একেবারেই নিষিদ্ধ বিশেষ করে ড্রাগ এবং মাদক জাতীয় ৪) নদীতে কোন প্রকার ময়লা ফেলবেন না, বোটে ডাস্টবিন আছে, সেখানে ফেলে নদী দুষন প্রতিরোধে সহায়তা করুন
বুকিং করার নিয়মঃ বুকিং কনফার্ম করতে ১,০০০টাকা বিকাশ/নগদ/ব্যাংক ট্রানফারের মাধ্যমে এডভান্স করে বুকিং কনফার্ম করুন। বাকিটা স্পটে ক্যাশ পেমেন্ট করতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এডভান্স পেমেন্টের মাধ্যমে বুকিং কনফার্ম করা হবে। বুকিং এর জন্য ইনবক্সে যোগাযোগ বা টেলিফোনে কথা বলুন। +880 1728-471621

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com