মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

ছিলেন বিবাহিত তবুও জড়িয়েছেন পরকীয়ায়

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বলিউডের জনপ্রিয়  অভিনেতা ও পরিচালক  ফারহান আখতার  অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা এবং প্রযোজনাও করেন তিনি, ১৭ বছরের সংসার  তার পর আবার সংসার পাতেন তারকা-পুত্র। দু’পক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হলেও কানাঘুষো শোনা যায়, সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার কারণেই নাকি সংসার ভাঙে ফারহান আখতারের।

২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবির হাত ধরে বলিপাড়ায় নিজের কেরিয়ার শুরু করেন ফারহান। কিন্তু পেশাগত জীবনে থিতু হওয়ার আগেই সাংসারিক জীবন গুছিয়ে নেন তিনি।

২০১৭ সালে ফারহান এবং অধুনা দু’জনেই জানিয়েছিলেন যে, দু’জনের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু শোনা যায়, তাদের ভাঙনের নেপথ্যে ছিলেন বলিউডের এক অভিনেত্রী। বলিপাড়ারসূত্রে খবর, ‘ওয়াজ়ির’ ছবির শুটিংয়ের সময় গভীর বন্ধুত্ব হয় ফারহান এবং অদিতির। সেই বন্ধুত্বের সম্পর্ক নাকি প্রেমেও পরিণত হয়। অধিকাংশ সময় দুই তারকাকে শুটিং ফ্লোরের বাইরেও একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে, , বিবাহবিচ্ছেদের এক বছরের মাথায় শিবানী দান্ডেকরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ফারহান। পেশায় ভিডিয়ো জকি শিবানী। বছর পাঁচেক সম্পর্কে থাকার পর ২০২২ সালে শিবানীকে বিয়ে করেন ফারহান। শুধু অদিতিই নন, ফারহানের নাম জড়িয়ে পড়েছিল কল্কি কেঁকলার সঙ্গেও।তবে এ সবই রটনা বলে উড়িয়ে দেন জাভেদ আখতারের পুত্র ফারহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com