মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

চীনে এতো ’ভুতুড়ে শহর’ নির্মাণের পেছনে রহস্য

  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

চীনে এরকম শহর আপনি খুঁজে পাবেন যেখানে সকল ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান কিন্তু কোন বাসিন্দা নেই। আকাশ স্পর্শ করে এরকম উঁচু বিল্ডিং সহ সকল ধরনের অবকাঠামগত সুবিধা সেখানে রয়েছে। যেখানে কখনও মানুষ যায়নি বা থাকে না এরকম এলাকাও রয়েছে।

চীনের এমন একটি শহরের নাম অর্ডোস। দুই হাজার সালে কয়লা থেকে বিপুল পরিমাণ অর্থ আসে দেশটির হাতে। তখন ১০ লক্ষ মানুষের আবাসন যাতে হয় সে পরিকল্পনা থেকে এ শহরের সুযোগ সুবিধা বাড়ানো হয়।

সেখানে মানুষ না থাকলেও ডেভেলপার কোম্পানি আশা করছেন যে, ভবিষ্যতে তারা বাড়ি বিক্রি করতে পারবেন। দীর্ঘদিন ধরে ডেভলপার কোম্পানি এ আশা করছেন। তাছাড়া এসব কোম্পানি এতটাই ধনী যে তারা বাড়ির দাম কমাতেও রাজি নয়।

উচ্চ ট্যাক্সের কারণে এ শহরে মানুষের পক্ষে জীবন যাপন করা কঠিন ছিল। ট্যাক্স কমিয়ে দেওয়ার পর এখন সেখানে মাত্র তিন লাখ মানুষ বাস করে থাকে। আপনি জেনে অবাক হবেন যে, অনেকটা হুবহু প্যারিসের মতো শহর নির্মাণ করেছে চীন।

ওই শহরটির নাম হচ্ছে Tianducheng। এসব নির্মাণ এমন নিখুঁতভাবে করা হয়েছে যেন আইফেল টাওয়ার দেখতে আপনার প্যারিসে যাওয়ার দরকারই না হয়। প্যারিসকে অনুকরণ করতে গিয়ে এ শহরের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গিয়েছে।

এজন্য শহরে খুব বেশি মানুষের বসবাস নেই। টেমস টাউন শহরকে বলা হয় সাংহাই এর লন্ডন। লন্ডন শহরের মতো এটিকে নির্মাণ করা হয়েছে তবে তেমন মানুষ থাকে না। এখানে থাকা ব্যয়বহুল বিধায় তেমন মানুষ থাকে না।

যারা বাসার মালিক তারা ভাড়া কমাতে রাজি নয়। ম্যানহাটনের অনুকরণে এখানে আরেকটি শহর নির্মাণ করা হয়েছে। সেখানে মানুষ এত কম যে সিনেমার থিয়েটার এবং শপিং মল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সেখানে অনেক স্কাইস্ক্রেপার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। থাকার মত মানুষ নেই এবং অনেক স্কুল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ডেভলপার কোম্পানি ঋণের দায়ে জর্জরিত হয়েছে। এভাবে এত এত বাড়ি নির্মাণ করা হয়েছে যে বিপুলসংখ্যক মানুষ সেখানে বসবাস করতে সক্ষম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com