বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

‘চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়’, বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

এনিয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার দুপুর বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ জমায়েতের আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার পেট্রাপোল সীমান্তে অবরোধে নামবেন শুভেন্দুরা।

হিন্দুদের উপর অত্যাচারের ধারাবাহিকতা অব্যাহত বাংলাদেশে। ইসকনের সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে উত্তাল সে দেশের বিস্তীর্ণ অংশ। আর তাতে কিছুটা শঙ্কিত হয়ে এবার ইসকনকেই নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার। তার রেশ আছড়ে পড়েছে এপারেও। এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি। বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari) দাবি জানালেন, ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সীমান্ত বাণিজ্যেও অনুমোদন বাতিল করা হোক। শুভেন্দুর মন্তব্য, ”মেডিক্যাল ভিসাও বন্ধ করতে হবে। ওঁরা চিকিৎসা নিতে করাচি, লাহোর যান, এখানে আসবেন না।”

শুভেন্দুদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে। নিজস্ব চিত্র।

সীমান্ত বাণিজ্য ছাড়াও বিভিন্ন কাজে ভারত-বাংলাদেশের জনসাধারণের যাতায়াতের অন্যতম কারণ চিকিৎসা পরিষেবা। কলকাতার বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে উন্নতমানে চিকিৎসা নিতে প্রায় সারাবছর ধরেই এখানে আসেন বাংলাদেশিরা। করোনাকালে সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেওয়া হলেও মেডিক্যাল ভিসা কখনও বন্ধ হয়নি। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক পরিস্থিতি, হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সেই ভিসা বাতিলের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও তৎপরবর্তী উত্তেজনাকর পরিবেশ নিয়ে বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান বিজেপির ৮ প্রতিনিধি। ডেপুটি হাই কমিশনারের কাছে তাঁরা দাবি করেন, অবিলম্বে ভিসা বন্ধ করা হোক। সীমান্ত আমদানি-রপ্তানির অনুমোদনও বাতিল হোক। এছাড়া যাঁরা চিকিৎসার জন্য পদ্মাপাড় থেকে কলকাতায় আসেন, তাঁরা আর আসবেন না বলে দাবি শুভেন্দুর।

এনিয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিন শুভেন্দু জানান, বৃহস্পতিবার দুপুর ২টোয় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ জমায়েতের আয়োজন করেছে। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। তাই সকলকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। এছাড়া সোমবার বিজেপি পেট্রাপোল সীমান্তে পণ্যবাহী যানচলাচলের পথ অবরোধ করার কর্মসূচি নিয়েছে। সেখানে থাকবেন খোদ শুভেন্দু। তবে যাত্রীবাহী গাড়িগুলির উপর কোনও প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি। চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com