বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

চায়নার স্টুডেন্ট ভিসা

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

খরচ কম হওয়ার কারনে এবং আন্তর্জাতিক মানের শিক্ষার কারনে ইদানিং বাংলাদেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী চায়নায় পড়তে যাচ্ছে। বিশেষ করে মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজনঃ

১. পূরনকৃত আবেদন
২. অরিজিনাল সার্টিফিকেট ও মার্কশিট স্ক্যানকপি ও এক সেট ফটোকপি
৩. পাসপোর্টের ফটোকপি
৪. পাসপোর্ট সাইজ ফটো -৮ কপি
৫. আই এল টি এস স্কোর (প্রযোজ্য হলে)
৬. পুলিশ ক্লিয়ারেন্স লেটার
৭. রেফারেন্স লেটার -২টি (গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য)
৮. স্টেটমেন্ট অব পারপাজ
৯. সিভি (গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য)
১০. বি. এম. ডি. সির অনুমোদন।

আনুমানিক খরচ (প্রতি বছর)

প্রোগ্রাম ডিউরেশন————-টিউশন ফি (প্রতি বছর)                      লিভিং এক্সপেন্সেস (প্রতি বছর)
এম বি বি এস (৬ বছর)——-  ২৫০০০ থেকে ৪০০০০ আর এম বি—–৫০০০ আর এম বি
বিবিত্র/বি এস সি (৩-৪ বছর)–  ১৪০০০ থেকে ২২০০০ আর এম বি—–৫০০০ আর এম বি
গ্রাজুয়েট প্রোগ্রাম————–  ১৪০০০ থেকে ২২০০০ আর এম বি—–৫০০০ আর এম বি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com