মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

চায়নার স্টুডেন্ট ভিসা

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

খরচ কম হওয়ার কারনে এবং আন্তর্জাতিক মানের শিক্ষার কারনে ইদানিং বাংলাদেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী চায়নায় পড়তে যাচ্ছে। বিশেষ করে মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজনঃ

১. পূরনকৃত আবেদন
২. অরিজিনাল সার্টিফিকেট ও মার্কশিট স্ক্যানকপি ও এক সেট ফটোকপি
৩. পাসপোর্টের ফটোকপি
৪. পাসপোর্ট সাইজ ফটো -৮ কপি
৫. আই এল টি এস স্কোর (প্রযোজ্য হলে)
৬. পুলিশ ক্লিয়ারেন্স লেটার
৭. রেফারেন্স লেটার -২টি (গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য)
৮. স্টেটমেন্ট অব পারপাজ
৯. সিভি (গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য)
১০. বি. এম. ডি. সির অনুমোদন।

আনুমানিক খরচ (প্রতি বছর)

প্রোগ্রাম ডিউরেশন                  টিউশন ফি (প্রতি বছর)                             লিভিং এক্সপেন্সেস (প্রতি বছর)
এম বি বি এস (৬ বছর)           ২৫০০০ থেকে ৪০০০০ আর এম বি         ৫০০০ আর এম বি
বিবিত্র/বি এস সি (৩-৪ বছর) ১৪০০০ থেকে ২২০০০ আর এম বি          ৫০০০ আর এম বি
গ্রাজুয়েট প্রোগ্রাম                    ১৪০০০ থেকে ২২০০০ আর এম বি          ৫০০০ আর এম বি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com