চাপের মধ্যে থাকায় ব্যবসায়ীরা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। বুধবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ব্যবসায়ী নেতারা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে বলে জানান। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন।
শেখ হাসিনা সরকারের সময় কোনো চাপের মধ্যে ছিলেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, আপনি যে চাপের কথা বলেছেন, সাংবাদিক হিসেবে আপনিও এত দিন সেই চাপের মধ্যে ছিলেন। যারাই তাদের (আওয়ামী লীগ সরকার) সমর্থন করেনি, তাদের ওপরেই তারা খড়্গহস্ত হয়েছিল। এ রকম যথেষ্ট প্রমাণ আছে। আমরা তখন চাপের মধ্যে ছিলাম।
তিনি বলেন, ব্যবসায়ীরা চাপের মধ্যে থাকার কারণে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন। তাদের ‘ঘাড়ে যদি দুইটা করে মাথা থাকত, তাহলে হয়তো সেই চাপ উপেক্ষা করতে পারতেন।
দেশের অর্থনীতিকে ব্যবসায়ীরা এগিয়ে নিতে চান জানিয়ে মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীদের মধ্যে যে কেউ যেকোনো দলকে সমর্থন করতে পারেন। এটা নিয়ে ভুল–বোঝাবুঝির কারণ নেই।
তিনি বলেন, পাকিস্তান সরকারের কাছ থেকে কিছু ব্যবসায়ী তখন সব সুবিধা নিতেন। এ বঞ্চনার কারণেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। এখন ৫০ বছর পর আবার নতুন করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে।
দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিষয়ে তাদের অবস্থানের প্রশ্নে আইসিসিবি সভাপতি বলেন, যখন যে সরকার থাকে, তারা তার পক্ষেই স্লোগান দেয়। এভাবে রং পরিবর্তন ও ভোল পাল্টায় ওই সুযোগসন্ধানী ব্যবসায়ীরা।
নতুন অন্তর্বর্তীকালীন সরকারে ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি প্রত্যাশা করেন কি না এমন প্রশ্নে এ ব্যবসায়ী নেতা বলেন, আমরা কখনোই এ ধরনের দাবি করিনি। আমাদের কাজ হলো ব্যবসা করা। সরকারের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা চাইব; সরকার তা পূরণ করবে।