শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
Uncategorized

চাঁদে জমি ক্রয় এবং তারপর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চাঁদে জমি কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম। এ নিয়ে মাথা খাটিয়ে কিছু বিচিত্র চিত্র তুলে ধরেছেন সোহানুর রহমান অনন্ত, এঁকেছেন কাওছার মাহমুদ।

১ম ব্যক্তি : শুনলাম আপনি নাকি রকেট ভাড়া করছেন চাঁদের দেশে বাঁশ নিয়ে যাবার জন্য! তা এত বাঁশ সেখানে নিয়ে কী করবেন?
২য় ব্যক্তি : বেকুবে কয় কী! চাঁদে সবাই জায়গা কিনতাছে! এখন ঘরবাড়ি, রাস্তাঘাট হইব। বাঁশ না নিলে কি রড দিয়া এত ঢালাই পোষাইতে পারুম?

পৃথিবীর ভিউ দেখা এবং ফ্ল্যাট বিক্রি
১ম ব্যক্তি : স্যার, একমাত্র আমাদের ফ্ল্যাট থেকেই পৃথিবীর ভিউ খুব সুন্দর দেখা যায়। বেলকনিতে দাঁড়ালেই পৃথিবী ফকফকা দেখতে পাবেন।
২য় ব্যক্তি : উগান্ডা, আফ্রিকা, সুদানের ভিউ হইলে কিন্তু নিমু না। আমার দরকার পৃথিবীর থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো ইয়ো ইয়ো ভিউ।

স্বল্প খরচে অনেকেই পাঠাবে চাঁদে
১ম ব্যক্তি : রাতের অন্ধকারে এমন গ্যাস বেলুন উড়াইয়া আপনারা কই যাইতাছেন? কোনো মহড়া চলতাছে নাকি ভাইজান?
২য় ব্যক্তি : না ভাই, আমরা আসলে খাই খাই ট্র্যাভেল থেকে চোরাই পথে কম খরচে চাঁদের দেশে উড়ে উড়ে যাইতাছি!

চাঁদে গমন এবং ব্যবসার পরিকল্পনা
১ম বন্ধু : চাঁদে তো জমি কেনার জন্য চান্দা তুললাম। সেখানে কী ধরনের ব্যবসা করলে সহজে লাভবান হওয়া যাবে বলে তুই মনে করিস?
২য় বন্ধু : আমার তো মনে হয় কাশফুলের চাষ করলে। যেভাবে মানুষ হুমড়ি খেয়ে ছবি তুলে তাতে টিকিট সিস্টেম করে দিলেই রাতারাতি বড়লোক!

চাঁদে জমি ক্রয় এবং ঘুষ গ্রহণ
১ম ব্যক্তি : আরে খলিল সাহেব, ব্যাগ নিয়ে অবেলায় কই রওনা দিলেন? ভাবিকে দেখতে গ্রামের বাড়ি যাচ্ছেন বুঝি?
২য় ব্যক্তি : বউকে চাঁদে জমি গিফট দিবো। অফিসে তেমন ঘুষ খাওয়া যায় না। তাই ছুটির দিনে আমিই মানুষের বাড়ি যাইতাছি ফাইল দিয়ে কিছু ইনকাম করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com