বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

চলনবিলে হয়ে গেল পলো দিয়ে মাছ ধরা উৎসব

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

পলো দিয়ে মাছ ধরা উৎসব গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য। আগে এই উৎসব সচরাচর দেখা গেলেও বর্তমানে তা খুব একটা দেখা যায় না। এক সময় বর্ষা মৌসুম শেষে বাঁশের তৈরি পলো দিয়ে নদী ও খাল-বিলে সারিবদ্ধভাবে মাছ ধরতে দেখা যেতো। আর সেই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হতো গ্রামের ছোট-বড় সব বয়সী মানুষ। কম বেশি প্রায় সবাই বিভিন্ন প্রজাতির মাছ শিকার করতো। কিন্তু সেই গ্রাম বাংলার ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।

ঐতিহ্যবাহি সেই পলো দিয়ে মাছ ধরার দৃশ্যের দেখা মিলেছে নাটোরের চলনবিলে। শনিবার (২ নভেম্বর) ভোরে হঠাৎ করেই রংপুর ও গাইবান্ধা থেকে বাস, ট্রাকযোগে আনন্দফূর্তি করতে করতে এসে দেড় হাজারের অধিক বিভিন্ন বয়সী মৎসজীবী অংশ নেয় পলো দিয়ে মাছ ধরার উৎসবে। বিলের নাটোরের সিংড়ার নিঙ্গইন, কয়রাবাড়ি, শহরবাড়ি এলাকায় চার ঘণ্টাব্যাপী এই উৎসব চলে।

তবে মাছের দেখা না পেয়ে মাছ ধরা উৎসবে ভাটা পড়ে। শেষে হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মৎসজীবীরা। অসাধু মাছ শিকারিরা চায়না দুয়ারি, কারেন্ট জালের ফাঁদ পেতে চলনবিলের মাছ মেরে দেশি মাছের বংশবিস্তারে বাধা সৃষ্টি করায় চলনবিলে মাছ সংকট দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com