বাংলাদেশর প্রথম আন্তর্জাতিক মানের ফিস এ্যাকুরিয়াম। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ এ্যাকুরিয়াম। এ্যাকুরিয়াম কমপ্লেক্সে এ আছে সাগর ও মিঠা পানির প্রায় ২০০ প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈবাল, পিতম্বরী, সাগর কুঁচিয়া, বোল, জেলিফিস, চেওয়া, পাঙ্গাস, আউস সহ আরও অনেক মাছ, সাপ ও জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্রময় পরিবেশ। প্রায় এক ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিস এ্যাকুরিয়াম সম্পূর্ণ ঘুরে দেখতে। এ্যাকুরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছে, আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী।
কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে গেলে সমুদ্রতলের এই প্রাণীজগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এছাড়া রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে আছে থ্রি-নাইন ডি মুভি দেখার নান্দনিক স্পেস, লাইফ ফিশ রেস্টুরেন্ট, কিড্স গেম জোন, ডিজিটাল কালার ল্যাব, স্যুভেনির শপ।
পরিদর্শন সময়সূচীঃ
সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্যে খোলা থাকে।
এ্যাকুরিয়াম প্রবেশ ফিঃ
জনপ্রতি ৩০০/- টাকা।
বিঃদ্রঃ ৩.৫ ফিট পর্যন্ত বাচ্চারা বিনা টিকেট প্রবেশ করতে পারে।
সময় ও উপলক্ষ অনুযায়ী টিকেট মূল্যের উপর ১০-৫০% ডিসকাউন্ট থাকে।
যোগাযোগ:
২৯ ঝাউতলা, প্রধান সড়ক, কক্সবাজার।
মোবাইল: 01701-289711-13
E-mail: [email protected]