শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
Uncategorized

ঘুরে আসুন পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

পঞ্চগড়ে শুধু কাঞ্চনজঙ্ঘাই নয় দেখার মত আরো অনেক কিছু আছে।

প্রথমে আসি কিভাবে যাবেনঃ
ঢাকার গাবতলী এবং আবদুল্লাহ পুর থেকে বাস আছে। আমরা হানিফ বাসে গিয়েছিলাম।
সময় লাগবে ১১ থেকে সাড়ে ১১ ঘন্টা।

যা যা দেখতে পারবেনঃ
১. বাংলাবান্ধা জিরো পয়েন্ট।
২. তেঁতুলিয়া ডাক-বাংলো থেকে মহানন্দা নদী।
৩. কাজী এন্ড কাজী টী এস্টেট।
৪. আনন্দধারা রিসোর্ট ( ভিতরে ঢুকতে রেফারেন্স লাগবে)।
৫. সমতল ভূমিতে চা বাগান।
৬. বাংলাদেশের একমাত্র রকস্ মিউজিয়াম।
৭. মহারাজার দীঘি।
৮. বাংলাদেশের সবচেয়ে মোটা কাঞ্চন বাঁশ।

কাজী এন্ড কাজী টী এস্টেট ঘুরে বের হওয়ার সময় তাদের সেলস্ স্টোর মিনি মিনা বাজার থেকে বিভিন্ন ফ্লেভারের চা পাতি/ টী ব্যাগ আনতে পারবেন।

panchagar2panchagar3

থাকার ব্যবস্থাঃ
১. ডাক বাংলো আছে।
২. সীমান্তের পাড় নামে একটা হোটেল আছে।

তেঁতুলিয়া উপজেলায় মানুষ খুবই কম এবং মানুষের ব্যবহার অনেক ভালো।

ঘুরতে যাবেন ভালো কথা কিন্তু পরিবেশের যেন কোন ক্ষতি না হয় সে দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পানির বোতল, চিপসের প্যাকেট,ময়লা যেখানে সেখানে ফেলবেন না।

আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com