শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

গ্র্যান্ড ক্যানেলের পানি ধারণ করল সবুজ বর্ণ

  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩
ইতালির ভেনিসে বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের পানির কিছু অংশে রবিবার হঠাৎ উজ্জ্বল সবুজাভ বর্ণ দেখা যায়। এটি পরিবেশবাদীদের প্রতিবাদ কি না—সেই জল্পনা-কল্পনার মধ্যেই পুলিশ এর উৎস খুঁজতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

ভেনেটো অঞ্চলের গভর্নর লুকা জাইয়া খিলানযুক্ত রিয়াল্টো ব্রিজের কাছে পানির মধ্যে ছড়িয়ে পড়া সবুজ তরলের একটি ছবি পোস্ট করেছেন। ওই এলাকার বাসিন্দারা এ সম্পর্কে অভিযোগ জানিয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, রেস্তোরাঁগুলোর সঙ্গে সারিবদ্ধ একটি বাঁধ বরাবর খালের পানি উজ্জ্বল সবুজাভ বর্ণ ধারণ করেছে।

গভর্নর জাইয়া বলেন, এ ঘটনায় কে দায়ী তা বের করতে কর্মকর্তারা পুলিশকে তদন্ত করার অনুরোধ করেছেন। পরিবেশ কর্তৃপক্ষও পানি পরীক্ষা করছে।

ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা আঞ্চলিক পরিবেশ সুরক্ষা সংস্থাকে পরীক্ষার জন্য পানির নমুনা নিতে সহায়তা করছে।

উল্লেখ্য, গ্র্যান্ড ক্যানেল সবুজে পরিণত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ১৯৬৮ সালে আর্জেন্টাইন শিল্পী নিকোলাস গার্সিয়া উরিবুরু পরিবেশগত সচেতনতা প্রচারের জন্য আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রদর্শনী—৩৪তম ভেনিস বিয়েনালের সময় এই গ্র্যান্ড ক্যানেলের পানিকে ফ্লুরোসেন্ট রঞ্জক দিয়ে রঞ্জিত করেছিলেন।

এদিকে স্থানীয় দৈনিক লা নুভা ভেনেজিয়া জানিয়েছে, রবিবারের এ ঘটনা জলবায়ু পরিবর্তন কর্মীদের প্রতিবাদ হতে পারে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

সূত্র : এপি, এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com