ভেনেটো অঞ্চলের গভর্নর লুকা জাইয়া খিলানযুক্ত রিয়াল্টো ব্রিজের কাছে পানির মধ্যে ছড়িয়ে পড়া সবুজ তরলের একটি ছবি পোস্ট করেছেন। ওই এলাকার বাসিন্দারা এ সম্পর্কে অভিযোগ জানিয়েছিল।
ভেনেটো অঞ্চলের গভর্নর লুকা জাইয়া খিলানযুক্ত রিয়াল্টো ব্রিজের কাছে পানির মধ্যে ছড়িয়ে পড়া সবুজ তরলের একটি ছবি পোস্ট করেছেন। ওই এলাকার বাসিন্দারা এ সম্পর্কে অভিযোগ জানিয়েছিল।
গভর্নর জাইয়া বলেন, এ ঘটনায় কে দায়ী তা বের করতে কর্মকর্তারা পুলিশকে তদন্ত করার অনুরোধ করেছেন। পরিবেশ কর্তৃপক্ষও পানি পরীক্ষা করছে।
ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা আঞ্চলিক পরিবেশ সুরক্ষা সংস্থাকে পরীক্ষার জন্য পানির নমুনা নিতে সহায়তা করছে।
এদিকে স্থানীয় দৈনিক লা নুভা ভেনেজিয়া জানিয়েছে, রবিবারের এ ঘটনা জলবায়ু পরিবর্তন কর্মীদের প্রতিবাদ হতে পারে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।
সূত্র : এপি, এএফপি