শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে পিঠা উৎসব

  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে। ইউরোপের দেশ গ্রিসে ঋতুরাজের দেখা না মিললেও উৎসবে মেতে উঠেন বাংলাদেশি নারীরা।

গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস এবার বর্ণিল বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে। গতকাল দূতাবাস প্রাঙ্গণে এ উৎসবে বিপুল সংখ্যক নারী ও কন্যা শিশু যোগদান করেন।

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে পিঠা উৎসব

বাংলাদেশ থেকে অনেক দূরে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধববিহীন ব্যস্ত জীবনে এ আয়োজন ছিল অত্যন্ত আনন্দময়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের প্রাণঢালা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে পিঠা উৎসব

বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠানে তারা তাদের ভালো লাগা পরস্পরের সাথে শেয়ার করেন এবং প্রত্যেকেই গান, আবৃত্তি অথবা কৌতুক পরিবেশন করেন। তাদের মুখরতায় বাংলাদেশ দূতাবাস যেন চাঁদের হাটে পরিণত হয়।

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে পিঠা উৎসব

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিণী রেবেকা সুলতানা নারীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি স্মরণীয় একটি দিনে পরিণত হয়েছে বলে তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com