বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

গোল্ড কার্ড চালুর ঘোষণা ট্রাম্পের, ৫ মিলিয়ন ডলারে মিলবে মার্কিন নাগরিকত্ব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে নতুন একটি ‘গোল্ড কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কার্ডের মাধ্যমে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে যাবে।  

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করলে ইবি-৫ ভিসার আওতায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ মেলে। তবে নতুন ‘গোল্ড কার্ড’ এই প্রক্রিয়াকে আরও সরল করবে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গোল্ড কার্ডের মূল্য হবে প্রায় ৫ মিলিয়ন ডলার। এটি গ্রিন কার্ডের মতোই কাজ করবে, তবে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিও সহজ হয়ে যাবে।

ট্রাম্প বলেন, ‘ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হবে।’

রুশ ধনকুবেরদের (অলিগার্ক) জন্য এই কার্ডের সুযোগ থাকবে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি, যারা খুব ভালো মানুষ।’

১৯৯০ সালে কংগ্রেস অনুমোদিত ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়। এর মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি।

তবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে ‘অর্থহীন, কাল্পনিক ও প্রতারণামূলক’ বলে অভিহিত করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন এই ত্রুটিপূর্ণ প্রকল্প বাতিল করে আরও কার্যকর গোল্ড কার্ড প্রোগ্রাম চালু করতে চায়।

গোল্ড কার্ডের ঘোষণা নিয়ে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এই নীতি শুধুমাত্র ধনী বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে, সাধারণ অভিবাসীদের জন্য নয়। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এটি অর্থনীতিতে বড় বিনিয়োগ আনবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com