ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে (West Bengal) হিট ওয়েভ (Heat Weave) শুরু হয়ে গিয়েছে। দেব অ্যালার্ট জারি করা হয়েছে সরকারের তরফ থেকেও। সামনেই গরমের ছুটি। এমতাবস্থায় অনেকেই বেরিয়ে পড়তে চাইছেন অফবিট দার্জিলিং-র টানে (Offbeat Darjeeling)। আজকের প্রতিবেদনে এমন ৩ টি জায়গার সন্ধান দেব যেখানে গেলে সময় এবং খরচ দুটোই বাঁচবে।
কম খরচে পাহাড়ের আমেজ নিতে চাইলে আপনি ভাবতে পারেন দাওয়াইপানি, চটকপুর আর লেপচাজগতের কথা ভাবতে পারেন। এই তিনটি জায়গার মধ্যে দূরত্ব খুব বেশি নয়। আর এই তিনটি জায়গাতেই রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। তাই মোটের উপর, ভালোই ছুটি কাটবে।
এই ঝটিকা সফরে আপনার প্রথম গন্তব্য হতে পারে দাওয়াইপানি। দার্জিলিং থেকে মাত্র ২২ কিমি দূরে অবস্থিত এই গ্রাম। জোড়াবাংলো পর্যন্ত বাসে আসতে হবে। তারপর আপনি গাড়ি পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য থাকবে আপনার হাতের নাগালেই। এখান থেকে তিনচুলে, তাকদা, লামাহাটা, রঙ্গারুনও সামনেই।
দ্বিতীয় দিন চলে যান চটকপুর। ৭৮৮৭ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্য সারাজীবন মনে রাখবেন। সাথে রয়েছে জঙ্গলের হাতছানি। তবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলে প্রবেশ নিষেধ। তাই জঙ্গলে ঢোকার ইচ্ছে থাকলে সময় হিসেব করে আসবেন।
যদিও ইদানিং ভালোই ভিড় জমছে এই স্থানে। বলা ভালো দার্জিলিংয়ের চেয়ে বেশিই ভিড় হচ্ছে এখানে। ৬৯৫৬ ফুট উচ্চতায় এই লেপচাজগৎ-এ রয়েছে ফরেস্ট বাংলো। সেখানে থাকতে হলে আগে থেকে বুক করতে হয়। অবশ্য এখন যা ভিড় তাতে যে কোনো জায়গাতেই আগে থেকে বুক করে আসাই ভালো।