শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

খাবারের খোঁজে দিল্লির অলিগলিতে

  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

জমজমাট শব্দটি আবিষ্কৃত না হলে দিল্লির এই গলিকে ঠিকঠাক প্রকাশ করাটা বুঝি একটু মুশকিলই হতো! উপরে ঝলমলে জরির ছাওনি দেওয়া, নিচে বিভিন্ন বয়সের ভোজন রসিকদের সমাগম। কোনও দোকানে ঝুলছে লোভনীয় সব কাবাব, আবার কোনও দোকানে সাজিয়ে রাখা হয়েছে দৈত্যাকৃতির জিলাপি। কেউ ব্যস্ত তরমুজ দিয়ে তৈরি শরবতে মোহাব্বত বানাতে, কেউবা বিশাল পাত্রে শাহী টুকরা সাজিয়ে বসেছেন। প্রতিদিনই যেন এখানে ফুড ফেস্টিভ্যাল চলে।

বিভিন্ন ধরনের কাবাব মিলবে

বিভিন্ন ধরনের কাবাব মিলবে

344186416_754848539701337_3251660871910123909_n

শরবতে মোহাব্বত

দিল্লি জামে মসজিদের উল্টো দিকে আলো ঝলমলে এই গলি জেগে থাকে প্রায় পুরো রাতই। আমি যখন গিয়েছিলাম তখন রোজার সময়। ফলে সেহরির শেষ সময় পর্যন্ত এখানে ছিল মানুষের আনাগোনা। বিখ্যাত চাঁদনী চক সংলগ্ন এই ফুড স্ট্রিট ঘুরতে না গেলে দিল্লি ভ্রমণের অভিজ্ঞতা কিছুটা অপূর্ণই থেকে যাবে আপনার।

গভীর রাতেও এখানে থাকে ভিড়

গভীর রাতেও এখানে থাকে ভিড়

কাশ্মিরি এই রুটি খেতে ভীষণ সুস্বাদু

কাশ্মিরি এই রুটি খেতে ভীষণ সুস্বাদু

গভীর রাতেও এখানে আপনাকে ঢুকতে হবে ভিড় থেকে। সরু গলির দুইপাশে হাজার হাজার দোকান কোনটাই খালি নেই। খেতে চাইলে দাঁড়াতে হবে লাইনে। স্ট্রিড ফুডের যেমন রয়েছে নানা পদ, তেমনি বিখ্যাত সব দোকানের দেখাও মিলবে এখানে। করিমস, আসলাম, আল জওহরের মতো পুরনো ও বিখ্যাত খাবারের দোকান রয়েছে এই গলিতে।

শাহী টুকরা

শাহী টুকরা

বিশাল আকৃতির জিলাপি পাবেন এখানে

বিশাল আকৃতির জিলাপি পাবেন এখানে

একশো বছরের পুরনো রেস্তোরাঁ করিমসে জায়গা পেতে বেশ বেগ পেতে হলো। চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা ও রুমালি রুটি অর্ডার করলাম। খুব কম সময়েই চলে আসলো খাবার। তবে খাবার খেয়ে একটু হতাশই হতে হলো! প্রচুর তেল আর মসলা দিয়ে প্রস্তুত প্রতিটি খাবার। বিরিয়ানির স্বাদটাও একটু সাদামাটাই বলা চলে।

ভিড় লেগেই থাকে এই গলিতে

ভিড় লেগেই থাকে এই গলিতে

রয়েছে বেকারি আইটেম

রয়েছে বেকারি আইটেম

তবে আশা না হারিয়ে অন্যকিছু চেখে দেখার আশায় আবারও মিশে গেলাম চলমান জনসমুদ্রে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া শরবতে মোহাব্বত প্রস্তুত প্রণালি বেশ নজরকাড়া। এক গ্লাস নিয়ে নিলাম। বেশ রিফ্রেশিং একটা পানীয়। দিল্লির গরমকে বশে আনার জন্য উপাদেয় পানীয়ই বলা চলে। শাহী টুকরাতে যদিও মিষ্টি খানিকটা বেশি, তবে খেতে দারুণ!

বাটার চিকেন, রুমালি রুটি ও চিকেন কোরমা

বাটার চিকেন, রুমালি রুটি ও চিকেন কোরমা

রাস্তায় রাস্তায় এমন সব লোভনীয় খাবার সাজিয়ে রাখা হয়েছে

রাস্তায় রাস্তায় এমন সব লোভনীয় খাবার সাজিয়ে রাখা হয়েছে

এক ধরনের কাশ্মিরি রুটি পাওয়া যায় এখানে। বিভিন্ন ধরনের বাদাম ও মোরব্বা দিয়ে তৈরি নরম এই রুটিটি খেতে ভীষণ মজাদার। আগুনে ঝলসানো শিক কাবাবও চেখে দেখতে পারেন।

বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট মিলবে এখানে

বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট মিলবে এখানে

চলছে মাঠা তৈরি

চলছে মাঠা তৈরি

খাবারের খোঁজে দিল্লির অলিগলিতে

মোঘলাই খাবারের ছড়াছড়ি এখানে। বিভিন্ন ধরনের বিরিয়ানি, বাটার চিকেন, শিক কাবাব, তন্দুরি চিকেন, ফিশ টিক্কা, তন্দুর রুটি যেমন রয়েছে, তেমনি শুকনো ফল, সেমাই, বেকারি আইটেমেরও দেখা মিলবে। ভোজন রসিকদের জন্য দিল্লির এই গলি হতে পারে চমৎকার অভিজ্ঞতার ঝুলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com