শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

কোলাহলহীন সেন্টমার্টিন এ ঘুরে আসুন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আগামী ১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত সেন্টমার্টিন এ রাত্রি যাপন করা যাবে। প্রতিদিন ই কক্সবাজার ইনানী নেভী ঘাট থেকে সেন্টমার্টিন নৌ রুটে নিয়মিত চলাচল কবে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ !!! সীজন এর ১ম কোলাহল হীন সেন্টমার্টিন এ ঘুরে আসুন।
.
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর চলাচল এর সময় সুচী:
.
কক্সবাজার ইনানী সমুদ্র সৈকত এ বাংলাদেশ নৌ বাহিনী এর জেটি ঘাট (রয়েল টিউলিপ হোটেল এর পাশে) থেকে ছাড়বে সকাল: ৯.০০ মিনিটে।
.
সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.০০ মিনিটে। উভয় দিক থেকে গন্তব্যে পৌছুতে সময় লাগবে ৩.৩০ ঘন্টা (+,-) ।
.
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর ভাড়ার তালিকা (শীতাতপ নিয়ন্ত্রিত ও রিটার্ন টিকেট সহ):
.
ইকোনমি ক্লাস (লেভেন্ডার / মেরিগোল্ড) চেয়ার: ২৫০০/-
বিজনেস ক্লাস (গ্ল্যাডিওলাস) চেয়ার : ৩৮০০/-
ওপেন ডেকঃ ৩০০০/-
লিলাক লাউঞ্জঃ ৪০০০/-
ভি আই পি ক্রিসেন্থিমাম লাউঞ্জঃ ৪৩০০/-
.
সিঙ্গেল কেবিনঃ ৫০০০/- (১ জন এর জন্য প্রযোজ্য)
টুইন বেড কেবিন : ১০০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি আই পি কেবিন (লাক্সারী) : ১৫০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি ভি আই পি কেবিনঃ ১৯০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
.
সিঙ্গেল ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত কেউ কেবিনে থাকতে চাইলে জন প্রতি আলাদা ইকোনমি ক্লাস টিকেট কেটে নিতে হবে। ওয়ান ওয়ে ভাড়া জানতে ইনবক্স এ মেসেজ দিন। আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। জাহাজে যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত থাকছে ।
.
অফিসে এসে সরাসরি টিকেট নিতে পারবেন। ঢাকা এর বাইরে কুরিয়ারে টিকেট সংগ্রহ করতে পারবেন (চার্জ প্রযোজ্য)। পর্যাপ্ত সময় নিয়ে আপনার অগ্রিম টিকেট সংগ্রহ করে নিন ।
.
সেন্টমার্টিন এ গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর , কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি নিয়ে ভ্রমণ সহ দেশ এর ভেতর ও বাইরে যে কোন স্থানে ভ্রমনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
.
টিকেট বুকিং সহ অনান্য প্রয়োজন এ ফোন/নক করুন: 01310-780591

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com