মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
Uncategorized

কোন দেশে কী বৃত্তি, আবেদন করবেন কখন-কিভাবে?

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বাংলাদেশের শিক্ষার্থীদের একটা বড় প্রত্যাশা থাকে উচ্চশিক্ষার জন্য ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বৃত্তি নিয়ে পড়াশুনা বা গবেষণা করা। দেশ বা বিশ্ববিদ্যালয়ভেদে নিয়মিতই প্রতিবছর কিছু বৃত্তি দেওয়া হয়। বিভিন্ন দেশের দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজে চোখ রাখলে সাধারণত এসব বৃত্তির খবর পাওয়া যায়। এখানে থাকছে বিভিন্ন দেশের বৃত্তির হালনাগাদ তথ্য। সময়সীমার কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে পারেন এখন থেকেই।

যুক্তরাষ্ট্র: ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়া যায় এই বৃত্তির আওতায়। ১০টি ভিন্ন একাডেমিক খাতে বৃত্তি প্রদান করা হয়।

প্রাথমিক যোগ্যতা: ভালো ফলসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি।

সংযুক্তি: টোয়েফল স্কোর ৮০ বা আইইএলটিএস স্কোর ৭.০, নির্বাচনী ধাপে জিআরই পরীক্ষার স্কোর যুক্ত করতে হয়

আবেদনের সময়: এপ্রিল-মে-জুন

কানাডা: এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ

কানাডা সরকারের অর্থায়নে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে এই বৃত্তির আওতায়। চার মাস বা এক সেমিস্টারের জন্য বৃত্তি দেওয়া হয়।

আবেদনপ্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।

যুক্তরাজ্য: কমনওয়েলথ বৃত্তি

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির মাধ্যমে। প্রায় ছয়টি ক্ষেত্রের বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়।

প্রাথমিক যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।

সংযুক্তি: ভাষা দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়।

আবেদনের সময়: সেপ্টেম্বর-জানুয়ারি

বিস্তারিত: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চোখ রাখলে বিস্তারিত জানা যাবে।

ফ্রান্স: আইফেল এক্সেলেন্স বৃত্তি

এই বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি

জার্মানি: ডিএএডি বৃত্তি

জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডিএএডি-এর আওতায়।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি

রাশিয়া: সরকারি বৃত্তি

শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে সে জন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ যোগ্যতা।

আবেদনের সময়: সেপ্টেম্বর-ফেব্রুয়ারি

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ

অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা: স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

সংযুক্তি: আইইএলটিএস ৬.৫ স্কোর

আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ

নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে এই বৃত্তি প্রদান করা হয়। স্নাতকোত্তরের জন্য বৃত্তির মেয়াদ ১-২ বছর ও পিএইচডির জন্য সাড়ে ৩ বছর পর্যন্ত হতে পারে।

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা।

সংযুক্তি: আইইএলটিএস স্কোর ৬.৫ বা টোয়েফল আইবিটি স্কোর ৯০

আবেদনের সময়: ফেব্রুয়ারি-মার্চ

জাপান: এমইএক্সটি বৃত্তি

জাপানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা: স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

সংযুক্তি: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রযোজ্য।

আবেদনের সময়: জানুয়ারি-জুলাই

দক্ষিণ কোরিয়া: গ্লোবাল কোরিয়া বৃত্তি

স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে সরকারি বৃত্তির সুযোগ আছে দক্ষিণ কোরিয়াতে।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ফেব্রুয়ারি-মার্চ

ভারত: আইসিসিআর শিক্ষাবৃত্তি

ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনায় বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

আবেদনের সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি

শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট স্কলারশিপ ও এসএলআইইটি বৃত্তি

শ্রীলঙ্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে বৃত্তি সুবিধা আছে।

আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

তুরস্ক: তুর্কি বৃত্তি

তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ে পড়ার সাধারণ যোগ্যতা থাকতে হবে।

সংযুক্তি: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়।

আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com