বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রিজিওনাল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: রিজিওনাল ম্যানেজার-কমিউনিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সলুশন আন্ডার নেচার বেজড অ্যাডাপটেশন টুওয়ার্ডস প্রসপারাস অ্যান্ড অ্যাডাপ্ট লাইভস অ্যান্ড লাইভলিহুডস ইন বাংলাদেশ (নবপল্লব)
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিনিউয়েবল এনার্জি সলুশনস সেক্টরসহ ভবন মেরামত বা নির্মাণকাজে পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। শেল্টার বা ডিআরআর প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। টিম ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ইন্টারনেট ও অটোক্যাডের কাজ জানতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগ ও রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে।
কর্মস্থল: খুলনা রিজিওনাল অফিস ও কুলাউড়া এবং মৌলভীবাজার রিজিওনাল অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন-ভাতা: মাসিক বেতন ১,২৫,০০০ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা এবং কর্মজীবী মায়ের জন্য সুযোগ-সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৫।