শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে শীর্ষ কোম্পানিগুলোর সাথে বৈঠক করলেন ঋষি সুনাক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

শীর্ষ স্থানীয় প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলোর সাথে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণ ও এর ঝুঁকির কথা তুলে ধরেন। খবর স্কাই নিউজের।

বুধবার (২৪ মে) অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, গুগল ডিপ মাইন্ড, অ্যান্থ্রোপিক ও ওপেন আইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক দিক তুলে ধরেন। একই সাথে বলেন, অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে বিভ্রান্তিমূলক তথ্য ও জাতীয় নিরাপত্তার গুরত্বকে বিশেষভাবে তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি গান ও ছবি দেখছি। এটি আমাদের শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com