কুয়েত এয়ারওয়েজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যে কয়েকটি এয়ারলাইন্সের বিমান কুয়েতের  উদ্দেশ্য ছেড়ে যায় তার মধ্যে কুয়েত এয়ারওয়েজ একটি। ১৯৫৪ সালে এই এয়ারওয়েজটি  প্রতিষ্ঠালাভ করে। বিশ্বের প্রায় ২৬ টি দেশের বিমানবন্দরে এই এয়ারওয়েজের যাত্রী উঠা নামা করে। এই এয়ারলাইন্সটি কুয়েতের জাতীয় এয়ারওয়েজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

প্রধান কার্যালয় ও যোগাযোগ  

আল ফারানিয়াহ গভর্নোরেট

কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুয়েত

ওয়েব: http://www.kuwaitairways.com

বাংলাদেশ কার্যালয়

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর

কক্ষ নং:  ৩৫/৩৬/৩৭

টার্মিনাল: ০১, ৪র্থ তলা

ফোন: +৮৮-০২-৮৮৮১৭৪২-৯

 যে সব রুটে  ফ্লাইট পরিচালনা করে থাকে

  • বিশ্বের ২৬ টি দেশের ৩৯ টি রুটে এই এয়ারওয়েজের বিমান চলাচল করে।
  • আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে এই এয়ারওয়েজের বিমান চলাচল করে।

যে সব দেশে ফ্লাইট পরিচালনা করে থাকে

দেশের নাম  বিমানবন্দর
সৌদিআরব  রিয়াদ
ইংল্যান্ড লন্ডন
দুবাই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ
ভিয়েনা অষ্টিয়া
মিশর কায়রো
ভারত কলকাতা
ভারত আহমেদাবাদ
দক্ষিণ কোরিয়া সিউল
সুইজারল্যান্ড জুরিখ

উক্ত দেশে ছাড়াও আরও অনেক দেশে এই এয়ারওয়েজের  বিমান চলাচল করে।

মধ্যপ্রাচ্যের যে সব দেশে ফ্লাইট চলাচল করে

দেশ বিমানবন্দর/স্থান
দুবাই ইউনাইটেড আরব এয়ারলাইন্স/ আবুধাবী
জর্ডান আম্মান
ইরাক বাগদাদ
বাহরাইন বাহরাইন
ইরাক বসরা
লেবানন বৈরুত
সৌদিআরব দাম্মাম

 

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যে সব দেশে ফ্লাইট চলাচল করে

দেশ বিমানবন্দর/স্থান
জাপান টোকিও
ভারত আহমেদাবাদ
দুবাই ইউনাইটেড আরব এয়ারলাইন্স/ আবুধাবী
মিশর কায়রো
ইরাক বাগদাদ
অস্ট্রেলিয়া ক্যানবেরা
পাকিস্তান ইসলামাবাদ
বাহরাইন বাহরাইন
লেবানন বৈরুত
ইথিওপিয়া ইথিওপিয়ান এয়ারওয়েজ
তুরস্ক তুরস্ক এয়ারওয়েজ
উত্তর আমেরিকা

 

উত্তর আমেরিকার বিভিন্ন দেশের এয়ারওয়েজ

বুকিং পদ্ধতি

কুয়েত এয়ারওয়েজের  টিকিট দুইভাবে সংগ্রহ করা যায়। সরাসরি ও অনলাইনের মাধ্যমে।

অনলাইন টিকিট সংগ্রহের পদ্ধতি

অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ওয়েব সাইডে গিয়ে রেজি: করতে হয়। রেজি: করার পর নির্দিষ্ট ফরম সঠিক করে পূরণ করতে হয়। ফরম পূরনের পর নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টাকা কিভাবে দিতে হবে ওয়েব সাইডে তার নির্দেশনা দেওয়া রয়েছে।

সুবিধা সমূহ

  • ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ৫% ছাড় পাওয়া যায়।
  • অন্তত ৫-৭ দিন পূর্বে ফ্লাইট বুকিং দিতে হয়।
  • ফ্লাইট বুকিংয়ের উর্দ্ধ মূল্যের জন্য ফ্লাইটের সময় পরিবর্তন করা যায়।
  • ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে যাত্রী এয়ারলাইন্স যাত্রীদের পূর্বেই জানিয়ে দেয়।
  • যাত্রীর সঙ্গে শিশু থাকলে নিয়মভেদে বিশেষ ছাড় পাওয়া যায়।

যাত্রীর সঙ্গে বহনযোগ্য জিনিসপত্র

  • ইকোনমিক ক্লাসের যাত্রীগন সঙ্গে ২০ কেজি ওজনের মালামাল বহন করতে পারেন।
  • বিজনেস ক্লাসের যাত্রীগন সঙ্গে ৩০ কেজি ওজনের মালামাল বহন করতে পারেন।
  • ফার্স্ট ক্লাসের যাত্রীগন সঙ্গে ৪০ কেজি ওজনের মালামাল বহন করতে পারেন।
  • আগ্নেয়াস্ত্র, ধারালো ছোড়া বা অস্ত্র, জ্বালানী তেল, গ্যাস এমনকি বিস্ফোরক দ্রব্য বহন করা নিষেধ এবং আইনত দন্ডনীয় অপরাধ।

খোলা-বন্ধের সময়সূচী

বার সময় সূচী
শনিবার থেকে বৃহ:বার সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: