কুয়েত এয়ারওয়েজ তাদের যাত্রীদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। এয়ারলাইনটির ইকোনমি এবং বিজনেস ক্লাস টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা।
কুয়াত এয়ারওয়েজ জানায়, অফারটি প্রযোজ্য সব আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে এবং এটি কার্যকর থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেকোনো ভ্রমণের জন্য।
এই ছাড়ে টিকিট পেতে কুয়েত এয়ারওয়েজের ওয়েবসাইটে গিয়ে সুবিধামতো গন্তব্য ও তারিখ দিয়ে বুকিং করে রাখতে হবে।
এয়ারলাইন সূত্রে জানা গেছে, ভ্রমণকে আরও সাশ্রয়ী ও আরামদায়ক করে তুলতেই এই মূল্যছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। অফারটির আওতায় টিকিট বুকিং করতে হবে নির্দিষ্ট শর্তাবলীর ভিত্তিতে, যা ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে।
কুয়েত এয়ারওয়েজ জানায়, ব্যক্তিগত সফর, পারিবারিক ভ্রমণ কিংবা কর্পোরেট ট্রিপ—যেকোনো উদ্দেশ্যেই কুয়েত এয়ারওয়েজের এই ছাড় হতে পারে একটি বড় সুযোগ। বিশেষ করে যারা বছরের দ্বিতীয় ভাগে আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই অফারটি কাজে লাগতে পারে উল্লেখযোগ্যভাবে।