রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

কুয়েতের পারিবারিক ভিসার নিয়মে পরিবর্তন

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

পারিবারিক ভিসা প্রদানের নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। যা আগামী রোববার (২৮ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।

কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহদ আল ইউসুফের নির্দেশনায় ভিসার নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসী তাদের পরিবারকে কুয়েতে নিয়ে আসতে চান তাদের আরও কঠোরতার মধ্যে দিয়ে যেতে হবে।

নতুন নিয়মে বলা হয়েছে, যে প্রবাসী পারিবারিক ভিসার মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে আসতে চান তাদের মাসিক আয় কমপক্ষে ৮০০ দিনার (২ লাখ ৮৫ হাজার টাকা) হতে হবে। ভিসার আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে এবং চাকরি অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সমান হতে হবে।

পারিবারিক ভিসা প্রক্রিয়া আরও সহজ করার অংশ হিসেবে নিয়ম কানুনে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া যেসব প্রবাসী এ ভিসার আবেদন করছেন তারা যেন একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করেন সেজন্যও নিয়ম পরিবর্তন করা হয়েছে।

ভিসার নিয়মে পরিবর্তন আনার আরেকটি বড় কারণ হলো— কুয়েত চায় এ ভিসার মাধ্যমে যেন তাদের দেশে শিক্ষিত এবং দক্ষ প্রবাসীরা আসুক।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষই প্রবাসী। প্রতি বছর দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কাজের জন্য পাড়ি জমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com