ইনস্টাগ্রাম যেন আয়না! সেখানে উঁকি দিলে জানা যায়, কোন তারকার জীবন কেমন চলছে। শুধু কি তা–ই! তারকাদের আয়েরও আরেক উৎস এটি। যাঁর যত অনুসারী, তাঁর দামও তত বেশি। চলুন দেখে নেওয়া যাক, বলিউড তারকাদের মধ্যে কার অনুসারী কত।
১ / ১০
হলিউড-বলিউড দুই জায়গায়ই জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর অনুসারীও বেশি, ৬ কোটি ৫৬ লাখ।
ইনস্টাগ্রাম
২ / ১০
শ্রদ্ধা কাপুরের জীবনযাপন বেশ সাধারণ। তবু ভক্তদের ভালোবাসা অনেক। ৬ কোটি ৩৮ লাখ অনুসারী তাঁর।
ইনস্টাগ্রাম
৩ / ১০
৬ কোটি অনুসারী নিয়ে বলিউডের নামকরা সব তারকাদের পেছনে ফেলে ওপরের দিকে উঠে এসেছেন গায়িকা নেহা কক্কর।
ইনস্টাগ্রাম
৪ / ১০
এ বছরের প্রথম দিকে ইনস্টাগ্রাম থেকে সবকিছু মুছে দিয়েছিলেন দীপিকা। তাতে অনুসারী কমেনি। ৫ কোটি ৬৫ লাখ অনুসারী তাঁর।
ইনস্টাগ্রাম
৫ / ১০
বয়সে ছোট হলেও জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন অনেক তারকাকেই। ৫ কোটি ৪১ লাখ অনুসারী আলিয়া ভাটের।
ইনস্টাগ্রাম
৬ / ১০
তাঁর ছবি মানেই হিট। ভক্তরাও তাই পিছু ছাড়েন না। ইনস্টাগ্রামে অক্ষয় কুমারের ভক্ত ৫ কোটি ১৬ লাখ।
টুইটার
৭ / ১০
অভিনয় দিয়ে অতটা মন গলাতে পারেননি জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে ভক্তের সংখ্যা বেশ। ৫ কোটি ২৯ লাখ অনুসারী তাঁকে ফলো করে।
ইনস্টাগ্রাম
৮ / ১০
এই মুহূর্তে হালে খুব একটা পানি নেই। তাতে কী? ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফের কর্মকাণ্ড দেখতে চোখ–কান খোলা রাখেন ৫ কোটি ১২ লাখ ভক্ত।
ইনস্টাগ্রাম
৯ / ১০
মাঝেমধ্যেই স্বামী বিরাট কোহলির জন্য ট্রলড হন। তাতেও জনপ্রিয়তা এতটুকু কমেনি আনুশকা শর্মার। ৫ কোটি ১১ লাখ ভক্ত তাঁকে অনুসরণ করে।
ইনস্টাগ্রাম
১০ / ১০
সেরা দশের কাতারে খানদের মধ্যে একমাত্র ভাইজানই আছেন। সালমান খানের ভক্ত ৪ কোটি ১৭ লাখ।