কানাডা সরকারের অর্থায়নে স্কলারশিপের মাধ্যমে পড়তে যাওয়ার সুযাগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ঢাকার কানাডা হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
হাইকমিশন জানিয়েছে, কানাডা সরকারের দ্বিতীয় ধাপের স্কলারশিপ প্রোগ্রামে অংগ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশের যেসব শিক্ষার্থী স্বল্পমেয়াদে কানাডায় পড়তে যেতে আগ্রহী, তাদেরকে এই কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।
কানাডার বৈদেশিক সম্পর্ক বিভাগ দ্বিতীয় ধাপের এই স্কলারশিপের সুযোগ দিচ্ছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং নতুন রোস্টারে নির্দিষ্ট দেশ ও অঞ্চলের শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। তারমধ্যে বাংলাদেশও রয়েছে।
কর্মসূচির আওতায় চলতি বছর অন্তত ৫০ জন শিক্ষার্থী স্কলারশিপ পাবেন। এ সংখ্যা প্রতিবছরই বাড়ছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীরা কমপক্ষে চারমাস কিংবা এক অ্যাকাডেমিক টার্মে কানাডার কলেজ কিংবা ইউনিভার্সিটিতে গবেষণা ও স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন: এই লিংকে