শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ কোটি টাকার বৃত্তি

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

এই বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হবে। আর্টস, মিডিয়া, পারফরম্যান্স অ্যান্ড ডিজাইন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এডুকেশন, গ্লেনডন, হেলথ, ল্যাসোন্ডে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, লিবারেল আর্টস অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ, সায়েন্স, শুলিচ স্কুল অব বিজনেস অনুষদের অধীনে শিক্ষার্থীরা ২০২৪ সালের শরৎকাল তথা ফল সেমিস্টারে শুরু হওয়া যেকোনো বিষয়ে পড়াশোনা করার জন্য বৃত্তির আবেদন করতে পারবেন।

বৃত্তির সংখ্যা

প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সিলেন্স প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ২০টি বৃত্তির সুযোগ।

বৃত্তির পরিমাণ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৪৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৯ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হবে। চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি শেষ করার জন্য একজন শিক্ষার্থীকে দেওয়া হবে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা

■ আবেদনকারীকে অবশ্যই কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পাওয়া একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

■ ২০২৪ সালের ফল সেমিস্টারে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে এবং ভর্তির সুযোগ পেতে হবে।

■ আগের একাডেমিক ফলাফল বা রেকর্ডের গড় ন্যূনতম ‘এ’ বা সমমানের হতে হবে।

■ সমাজসেবা, শিল্পচর্চা, খেলাধুলা বা ব্যক্তিগত কৃতিত্বসহ সহশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠত্বের মাধ্যমে নেতৃত্ব প্রদর্শনের অভিজ্ঞতা থাকতে হবে।

■ আবেদনের সময় সুপারিশের একটি চিঠি তথা লেটার অব রিকমেন্ডেশন বা অন্যান্য সমর্থনকারী নথি আপলোড করতে হবে।

আবেদনের প্রক্রিয়া

কানাডায় উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী যোগ্য শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও বৃত্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৪।

সূত্র: ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com