প্রতি বছর সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর বৃত্তি নিয়ে পড়ার সুযোগ দিয়ে থাকে কানাডার ইউনিভার্সিটি অব কিংস কলেজ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এই বৃত্তি প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি। বিশ্বের যেকোনো দেশের সাংবাদিকতার শিক্ষার্থীরা এর জন্য আবেদন করতে পারেন।
বৃত্তির সাধারণ তথ্য:
*বৃত্তিদাতা প্রতিষ্ঠান: ইউনিভার্সিটি অব কিংস কলেজ, কানাডা
*বৃত্তির লেভেল: স্নাতক ও স্নাতকোত্তর
*বৃত্তির ধরণ: শিক্ষায় অর্থায়ন
*বিষয়: সাংবাদিকতা
যেসব যোগ্যতা লাগবে:
*কানাডার বাইরে যেকোনো দেশের শিক্ষার্থী হতে হবে
*শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ভর্তি হতে হবে
*স্নাতকোত্তর ডিগ্রীর জন্য অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ
থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে
*পূর্বের সকল পরীক্ষার সনদপত্র লাগবে
*মেধাবী, নম্র, সৎ ও সময় অনুরাগী হতে হবে
*নেতৃত্বদানে দক্ষ, টিমওয়ার্কে আগ্রহী ও সযোগী মনোভাবপন্ন শিক্ষার্থী হতে হবে
আবেদনের নিয়ম:
বছরে দু্বার এই বৃত্তির জন্য আবেদন করা যায়। প্রথমটি সেপ্টেম্বর সেশনের জন্য আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি। দ্বিতীয়টি জানুয়ারি সেশনের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট।
যোগাযোগ:
আবেদন বিষয়ে তথ্য সরবরাহের মেইল: [email protected] বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন:
https://ukings.ca/admissions/finances/scholarships/graduate-advanced/