বিদেশে পড়তে যাওয়ার জন্য জনপ্রিয় একটি গন্তব্য কানাডা। তবে হঠাৎ দেশটিতে কমতে শুরু করেছে বিদেশি শিক্ষার্থীর পরিমাণ। এর অন্যতম কারণ হিসেবে দেশটির অভিবাসন নীতিমালাকে দায়ী করা হচ্ছে।
সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজ জানিয়েছে, কানাডায় আন্তর্জাতিক ছাত্র তালিকাভুক্তির হার ৪৫ শতাংশ কমেছে বলে উল্লেখ করেছে কানাডার প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অভিবাসন নীতিমালার যে প্রভাবগুলো প্রাথমিকভাবে যে আশঙ্কা করেছিল বাস্তবে এটি তার চেয়ে অনেক বাজে প্রভাব ফেলছে।
অভিবাসন নীতি পরিবর্তনের পর থেকে শিক্ষার্থীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে নতুন কয়েকটি গন্তব্য কানাডার চেয়ে এগিয়ে গেছে। কানাডায় অন-ক্যাম্পাস ব্যাচেলর ও মাস্টার প্রোগ্রামে শিক্ষার্থীর সংখ্যা এ বছরের জানুয়ারিতে তরতর করে বাড়লেও ফেব্রুয়ারিতে এই প্রবণতা কমেছে। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সামগ্রিক প্রবণতা ছিল কমতির দিকে।
কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়তে আসা শীর্ষ ৫টি দেশের শিক্ষার্থীর হার ধারাবাহিকভাবে কমেছে। এর মধ্যে, বিশেষ করে ভারত (২৪ দশমিক ৫ শতাংশ কমেছে) এবং ইরান (১৫ দশমিক ৫ শতাংশ কমেছে) থেকে কমেছে বেশি।