কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে ভ্যাঙ্কুভার শহরের ডাউনটাউনের আর্ট গেলারিতে ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভারে উদ্যোগে স্থানীয় সময় রোববার এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সৌজন্যে মঞ্চে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। স্থানীয় শিল্পী ছাড়াও পারভেজ সাজ্জাদ, পিন্টু ঘোষ, দি রক স্টার শুভ, মিশু সাব্বির, ডি জে রাহাত অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজক ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভার ইভেন্ট কোম্পানি সিইও লোটাস কমল বলেন, ‘আমরা চাই লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক। একই সঙ্গে আমাদের নতুন প্রজন্ম আমাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতিকে হদয়ে ধারণ করুক।’