মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

কানাডায় টিকে থাকার উপায়

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
একটা উদাহরণ দিয়ে শুরু করছি। আমার husband বললেন, “আমার কাজের জায়গায় বিভিন্ন স্কুল থেকে ফোন করে জানতে চাচ্ছে যে, আমাদের ইলেভেন গ্রেডের স্টুডেন্টদের co-up এর জন্য কোনো সুযোগ আছে কিনা।”
বিষয়টা আরেকটু খুলে বলি। স্কুলের ইলেভেন-টেন গ্রেডের স্টুডেন্টরা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে কাজ করবে অভিজ্ঞতার জন্য বেতন ছাড়া। কিছুদিন আগে অন্টারিওর প্রিমিয়ার Doug Ford ঘোষণা করেছেন স্কুলের এই গ্রেডের স্টুডেন্টদের skilled trade apprenticeship করতে হবে। অর্থাৎ যেকোনো অটোমোটিভ, টেকনিশিয়ান এসব কাজ।
স্টুডেন্টদের স্কুল থেকে এসব বিষয় অভিজ্ঞ করে তোলার জন্য এ ধরণের ঘোষণা দেওয়া হয়েছে।
আমার husband বললেন, “প্রচুর ফোন আসতেছে স্টুডেন্টরা co-ops করতে পারবে কিনা।” উনি বললেন, সবাইকে আসতে বলেছি ইন্টারভিউ নিয়ে দেখতে হবে।
উনি আরো বললেন, “আমাদের এখানে একজন ফিলিপাইন অরিজিন স্টুডেন্টকে co-op এর জন্য হায়ার করা হয়েছে। তার কাজের speed, ইচ্ছে ও পারফরম্যান্স দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি।”
তিনি বললেন, এসব দেশিরা অনেক বেশি কর্মঠ ও কাজে তৎপর হয়।
আমার অভিজ্ঞতা থেকে বলছি, বেশ কিছু বাঙালি স্টুডেন্ট আমার সঙ্গে সামারের জব করেছে। সত্যি কথা বলতে কী তারা একদিন কাজ করার পর পরের দুইদিন আর আসত না। কারণ তাদের কাজ করতে সমস্যা হয়। কোনো কাজ না করতে বললে করে না। করতে বললে অনিহা প্রকাশ করে। গোটা প্রতিষ্ঠানে বদনাম ছড়িয়ে পড়ে।
এখন বলবেন, একজন দিয়ে বিচার করতেছেন? না। বিষয়টা একজন-দুইজনের না। বেশিরভাগই এমন। বাঙালি স্টুডেন্টও কর্মঠ আছে তা ঠিকই তবে তা কম।
যখন কোনো প্রতিষ্ঠানে কোনো একটা দেশি ভালো বা খারাপ পারফরম্যান্স দেখায় তখন কিন্তু গোটা দেশের নাম হয়। প্রতিষ্ঠানটা একটা ধারণা পায় ঐ দেশের অরিজিন ভালো কাজ করে বা অমুক দেশের অরিজিনরা কাজে বিলাসিতা দেখায়।
যাই হোক, মূল কথা যেটা, আপনারা ইমিগ্রান্ট হয়ে আসেন, বা ছেলেমেয়েরা এখানে বর্ন হোক, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক সেটা ম্যাটার না। কথাটা হলো আপনার একনিষ্ঠ পারফরম্যান্স দেখাতে হবে কাজে। তা না হলে কিন্তু কানাডায় টিকে থাকা সম্ভব না।
কাজ যেকোনো প্রতিষ্ঠানে হতে পরে। কিন্তু কাজ করার speed কখনোই কোথাও কমবে না।
ভবিষ্যতে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন ডিপ্লোমা করতে তাদের কথা বলব, আপনার অবশ্যই কোনো skilled trades এ পড়তে আসবেন এবং পড়ার পর একই ফিল্ডে কাজ করবেন দক্ষতার সঙ্গে। তাহলে হবেটা কী আপনারা সহজে PR পাবেন ও কানাডায় টিকে থাকতে পারবেন।
এত বছর ধরে বিভিন্ন দেশ থেকে লক্ষ-লক্ষ স্টুডেন্ট এসেছে কানাডায় স্টুডেন্ট ভিসায় পড়তে। তারা নামে মাত্র একটা বিষয়ে পড়তে এসেছে যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে। পড়ার পরে পিজ্জা স্টোরে কাজ করতেছে। সাইকেলে করে ফুড ডেলিভারি দিতেছে। এসব করে বর্তমানে কোনো লাভ হচ্ছে না সময় নষ্ট করা ছাড়া। PR না দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে হাজার-হাজার স্টুডেন্টদের। বেশিরভাগ ইন্ডিয়ানরা বিপদে আছেন। কারণ কানাডায় তো ইন্ডিয়ানদের সংখ্যা বেশি।
যথাযথ requirements মিট না হলে যে কোনো দেশের স্টুডেন্টদের বাড়ি পাঠিয়ে দেবে সেখানে ইন্ডিয়ান-বাংলাদেশ বলে কথা নেই।
নার্সিং এ্যাসিটেন্ট, ফার্মাসিস্ট, অটো টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, plumbing, ল্যাব টেকনিশিয়ান আরো অনেক বিষয় আছে skilled trade এর মধ্যে পড়ে। এসব ক্যাটাগরিতে PR এর জন্য আবেদন করলে কোনো চিন্তা নেই। PR পাওয়া যাবে। আয়-ইনকাম ভালো হবে। কানাডায় টিকে থাকা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com