শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

কানাডায় ওয়ার্ক পারমিটে যারা আসতে চান

  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

আমার একজন কলিগ আছে সে এসেছে ইন্ডিয়া থেকে তার husband এর সঙ্গে পরিবার নিয়ে ওয়ার্ক পারমিটে। তার husband হলো একজন আইটি প্রফেশনাল। ইন্ডিয়ায় যে কোম্পানিতে কাজ করতেন তিনি সেই কোম্পানি তাকে ওয়ার্ক পারমিটে কানাডায় এনেছিল দুই বছরের জন্য। দুই বছর শেষ। এর মধ্যে PR এর জন্য আবেদন করার কথা ভাবছিল। কিন্তু রসুনের গোড়া সবগুলো এক জায়গাতেই আটকে গেছে মানেটা হলো সবাই হিমশিম খাচ্ছে টার্গেট পয়েন্ট মিট করতে। কলিগের husbandও আটকে গেছেন। ওনার ঝুলিতে সব মিলিয়ে আছে Comprehensive Ranking System (CRS) 450 এর মতো। টার্গেটে পৌঁছাতে আরো 100 এর মতো লাগবে। যদিও সব সময় এই পয়েন্ট ওঠা-নামা করে।

এর মধ্যে তিনি আবারো তিন বছরের জন্য কোম্পানির কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে যাচ্ছেন। কোম্পানিও বর্ধিত করবে। কিন্তু তাতেও কিন্তু সমস্যা কাটবে না। এখানে বেশি দিন থেকে চাকরি করলেও কোনো লাভ নেই, এটা নম্বর বাড়ায় না।

তাহলে তারা কী আর PR পাবে না? বাড়ি চলে যেতে হবে?

যে বিষয়গুলোর জন্য পয়েন্ট বাড়ছে না বা যা থাকলে বাড়ত:
#1 বয়স: বয়স ত্রিশের কম হলে বয়সের পয়েন্টস বাড়ত।
#2 মাস্টার্স সার্টিফিকেট থাকলে পয়েন্ট বাড়ত।
#3 Spouse যদি medical বা এই রিলেটেড কোনো কানাডিয়ান এডুকেশন ও জব করে তাহলে spouse এর তরফ থেকে পয়েন্টস পাওয়া যায়।
#4 ফ্রেঞ্চে আইইএলটিএস বা এ জাতীয় টেস্টে পয়েন্টস বাড়ে।
#5 কাজের জায়গাতে ম্যানেজার হলে পয়েন্টস বাড়ে।
কলিগের husband এর ওপরের requirementsগুলো মিট হচ্ছে না।

কলিগ তার ওয়ার্ক পারমিটের বদৌলতে আমাদের ফিল্ডে কাজ করছে ঠিকই কিন্তু তাতে কিছু আসে যায় না। একটা পয়েন্টও যোগ হচ্ছে না এসব চাকরি থেকে। Spouse শুধুমাত্র যদি কোনো মেডিকেল লাইনে পড়ে চাকরির experience দেখাতে পারে তাহলেই ভালো পয়েন্টস যোগ হবে।
তাই কলিগ ভাবছে সে PHW personal support worker কোর্স করবে ও ঐ ফিল্ডে চাকরি করবে।

এখন আসা যাক কলিগ কীভাবে পড়া শুরু করবে সেটা জানি। সে তো বর্তমানে তার বরের কারণে ওয়ার্ক পারমিটে আছে। যখন পড়তে যাবে তখন ওয়ার্ক পারমিটকে বিদায় জানিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবে ও নিজের খরচে পড়বে। কোর্স শেষ করতে দেড় বছরের মতো সময় লাগবে। তারপর সে চাকরি করবে। তারপর সেটা থেকে প্রাপ্ত পয়েন্টস তার husbandএর PR এর জন্য কাজে লাগবে।

এখন দেখা যাক কলিগের husband নিজেই কী কী পদক্ষেপ নিতে পারেন:
1. ওনার কোম্পানি যদি ওনাকে ম্যানেজার পোস্ট দেয় সে অনুরোধ করতে পারেন।
2. কোনো lawyer ধরে OINP তে আবেদন করা। কারণ ওনার কোম্পানি কানাডায় শুধুমাত্র অন্টারিওতে আছে।

তবে আমি গুগল মামা চেক করে যে তথ্য পেলাম সেটা হলো
The Ontario PNP latest draw was held on September 26, 2024. Total 243 ITAs were issued to OINP Express Entry: French-Speaking Skilled Worker stream with a CRS score range 290-445.
অর্থাৎ কথা ক্লিয়ার। French-Speaking দের কদর বেশি।

তার husband ফের যে তিন বছরের জন্য ওয়ার্ক পারমিট পাচ্ছেন এর মধ্যে যদি কোনোভাবে টার্গেট পয়েন্টস ওঠাতে না পারেন তাহলে ডাইরেক্ট স্বপ্ন ভঙ্গ এ্যান্ড দ্যান সোজাসুজি গোয়িং টু ভারত। আর কোনো বিকল্প নেই।

কিন্তু কলিগ সে আবার কানাডায় থাকতে চায়। সে জানাল তার দুই মেয়ের লেখাপড়ার জন্য কানাডা ভালো। ভরতে একটু জটিল হবে ফিরে গেলে।

তাই তার পক্ষ থেকে স্বামীকে যতটুকু হেল্প করা যায় করছে। বাকিটা দেখা যাবে কী হয়।

আমার পরামর্শ :
আপনারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে আসলে মাস্টার্স সার্টিফিকেট আনবেন বা এখানে এই লেভেলে পড়তে আসবেন। পয়েন্টস বেশি হবে। ত্রিশ বছরের মধ্যে বয়স হলে বয়সের সেক্টরে পয়েন্টটা পুরো পাবেন। ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে ভালো।

Spouse দের এখানে মেডিকেল লাইনে পড়তে দেবেন। মেডিকেল মানে উচ্চ গোছের ডাক্তার না শুধু। অনেক ক্যাটাগরি আছে। তার ফলে হবে কী সব মিলিয়ে PR পাবেন আবার ইনকামও বেশি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com