শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
Uncategorized

কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? ভুল করেও এই কাজটি করবেন না

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

আর কয়েক সপ্তাহের অপেক্ষা। এরপরই কাতারে (Qatar) বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপের (Football World Cup) আসর। গোটা বিশ্ব থেকে ৩২ টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতিবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে আয়োজক দেশে প্রায় উৎসব শুরু হয়ে যায়। সেখানে ফুটবল জ্বরে মাতোয়ার সমর্থকরা খেলার পরেও বিভিন্ন কার্যকলাপে অংশ নেন। চলে দেদার পার্টি, লেট নাইট জাগা, উন্মাদনা। তবে এবার কাতার বিশ্বকাপে অনেক কিছুতেই বিধিনিষেধ রয়েছে।

কাতার বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির সময় থেকেই অনেক বিতর্ক জন্ম নিয়েছিল। প্রচুর শ্রমিক মারা গিয়েছিলেন সেই সময়। এবার খেলা দেখতে আসা বাইরের দর্শকদের জন্য থাকছে কিছু নিষেধাজ্ঞা। বিবাহ বহির্ভূত সম্পর্কের ওপর থাকছে টুর্নামেন্টে নিষেধাজ্ঞা। কোনওভাবেই এই ধরণের সম্পর্কে লিপ্ত হতে পারবেন না কেউ। সেক্ষেত্রে কড়া শাস্তিও ভোগ করতে হবে পারে। এরকম ঘটনায় যদি কেউ ধরা পড়েন, তবে তাঁর ৭ বছরের জেল হতে পারে। বিশ্বকাপ ফুটবল মানেই দেখা যায় ম্যাচ শেষে রাতভর পার্টি। কিন্তু কাতারে তা নিষিদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com