শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

কাঁচা মাছ-বৃষ্টির পানি খেয়ে সমুদ্রে দুই মাস, অবশেষে উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
একজন অস্ট্রেলিয়ান নাবিক প্রশান্ত মহাসাগরে বেঁচে ছিলেন প্রায় দুইমাস। এই সময়টাতে খাবার হিসেবে খেয়েছেন কাঁচা মাছ ও বৃষ্টির পানি। অবাক করা বিষয় হচ্ছে, চিকিৎসক বলছেন তিনি স্থিতিশীল এবং ভাল আছেন। উদ্ধার হওয়া নাবিক টিম শ্যাডক(৫১) অনেকটাই শুকিয়ে গেছেন।

দাড়িগুলোও  অতিরিক্ত বেড়ে উঠেছে।শ্যাডক বলেছেন, ‘আমি সমুদ্রে খুব কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছি। আমার শুধু বিশ্রাম এবং ভালো খাবার দরকার। কারণ আমি দীর্ঘদিন ধরে সমুদ্রে একা ছিলাম।

অন্যথায় আমি খুব ভালো আছি।’শ্যাডক বলেছিলেন গভীর সমুদ্রে মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। নৌকার ছাউনির নীচে আশ্রয় নিয়ে রোদের হাত থেকে রক্ষা পেয়েছেন।  উদ্ধারের পরপরই তাকে হাসতে দেখা যায়।

অল্প পরিমানে খাবারও খেতে পারছেন তিনি। উদ্ধার করা ট্রলারটি তাকে ও তার কুকুরকে নিয়ে মেক্সিকোতে ফিরে যাচ্ছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে আরো চিকিত্সা দেওয়া হবে।সিডনির বাসিন্দা টিম শ্যাডক এবং তার কুকুর বেলা এপ্রিলে মেক্সিকো ছেড়ে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহ পর একটি ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই সপ্তাহেই একটি হেলিকপ্টার তাদের দেখতে পায়। এরপর একটি ট্রলারে করে তাদের উদ্ধার করা হয়।শ্যাডক মেক্সিকোর লা পাজ শহর থেকে ৬ হাজার কিলোমিটার দীর্ঘ (৩,৭২৮মাইল) যাত্রা শুরু করেছিলেন। নৌকা বিকল হয়ে পড়লে, এই নাবিক ও তার কুকুর প্রতিকূল অবস্থায় উত্তর প্রশান্ত মহাসাগরে ভাসতে থাকে। অবশেষে দুই মাস পর তাদের মেক্সিকো উপকূল থেকে উদ্ধার করা হল।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com