শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

কলকাতার কাছেই ঘুরে আসুন ‘মিনি‌‌ কটেজ’ থেকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে একটু স্বস্তির নিশ্বাস নিতে সকলেই চায় নিরিবিলি কোনো জায়গায় ঘুরতে যেতে আর নিরিবিলি জায়গা বললেই প্রথমে মাথায় আসে পাহাড়ের কথা। পাহাড়ের নির্জনতা বরাবরই সকলের প্রিয়। তাই একটু ছুটি পেলেই প্রায় সকলেই দার্জিলিং , গ্যাংটক বা কালিম্পং -এ ছুটে যান একটু শান্তির নিশ্বাস পেতে। তবে কারুর একদম শান্ত পরিবেশ পছন্দ হলে চলে যেতে পারেন মুনথুম নামের নির্জনতায় মোড়া এক পাহাড়ি গ্রামে। কালিম্পং থেকে একটু দূরেই এই গ্রাম। সবুজে মোড়া প্রকৃতির মাঝে পাহাড়ের ঢাল কেটে তৈরি করা কটেজগুলি কনজর কাড়বে সকল ভ্রমনার্থীর।

Munthum Village

সম্পূর্ণ বাঁশ ও বেত দিয়ে তৈরি কটেজগুলির ডাইনিং রুম থেকে মনোরঞ্জনের ঘরও বাঁশ দিয়ে তৈরি। এছাড়াও রয়েছে একটি ছোট্ট স্যুইমিং পুল। স্থানীয় কথায় ওটা আসলে, রিল্যাক্সিং পুল (North Bengal Tourism)।

Munthum Village

 

সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নানা রকমের গাছ এবং সেইসব গাছে নানা ধরনের পাখিদের কলরব ও আনাগোনা লেগেই রয়েছে। প্রকৃতি সেখানে এতটাই শান্ত ও নির্জন যে দূর থেকে শোনা যায় পালা নদীর তর্জন-গর্জন। এই স্থান থেকে পর্যটকদের সানরাইজ বা কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে যেতে হবে কিছুটা দূরের পানবু ভিউ পয়েন্টে অথবা মুনথুমের ওপরের এক পাহাড়ের ভিউ পয়েন্টে সেখান থেকে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে সোজা পাহাড়ি নদী পালাতে অনায়াসেই এক বেলা কাটানো যেতে পারে।এছাড়াও নদীর ধারেই পিকনিক মুডে করা যাবে লাঞ্চও।

Munthum Village

এছাড়াও পাহাড়ি পথে দেখা মিলবে হরিণ, ময়ূরেরও। সারাদিন নদী আর পাহাড়ী ঝর্নার মনোরম পরিবেশে দিন কাটিয়ে ফের কটেজে ফিরে এসে চা আর স্ন্যাক্স। এছাড়াও সন্ধ্যায় স্থানীয় গোর্খা সংস্কৃতির সঙ্গে নাচ, গান এবং গিটারের সুরে মেতে উঠবেন সকলেই অথবা বনফায়ার বা বারবিকিউ তো রয়েছেই।bসন্ধ্যের পর দূরের কালিম্পং পাহাড়ের আলো যেন জোনাকি! সঙ্গে ঝি ঝি পোকার ডাক। মুনথুন গ্রাম থেকে পর্যটকেরা ট্রেকিংয়ের জন্য যেতে পারেন পাশের পাহাড়ে আবার ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন লাভা, লোলেগাঁও বা ডেলোতেও।

কীভাবে যাবেন

  • ট্রেনে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে কালিম্পং এবং সেখান থেকে মুনথুন গ্রাম গাড়িতে প্রায় ৪৪ মিনিট।
ট্রেনের নাম ট্রেন ছাড়বে যে স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়+দিন নামতে হবে সাধারণ ভাড়া
কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদহ রাত ৮.৩৫ 

(রবিবার-শনিবার)

শিলিগুড়ি জাংশন ১৮৫/-
নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া জাংশন দুপুর ২.২৫ 

(সোমবার, মঙ্গলবার,বুধবার,

বৃহস্পতিবার, শুক্রবার,শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন পরিবর্তনশীল
সরাইঘাট এক্সপ্রেস হাওড়া জাংশন  দুপুর ৩.৫৫ 

(রবিবার-শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৯৫/-
কাম্রুপ এক্সপ্রেস হাওড়া জাংশন সন্ধে ৬.৩০ 

(রবিবার,

মঙ্গলবার,বুধবার,

বৃহস্পতিবার, শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৮০/-
নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া জাংশন সকাল ৫.৫৫ 

(রবিবার,সোমবার

মঙ্গলবার,

বৃহস্পতিবার, শুক্রবার,শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন পরিবর্তনশীল
তিস্তা তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ দুপুর ২.৪৫ 

(রবিবার-শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৮৫/-
উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ সন্ধে ৭.৪০ 

(রবিবার-শনিবার)

নিউ জলপাইগুড়ি জাংশন ১৮৫/-
  • এছাড়াও এনজেপি বা বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে ২৯ মাইল দিয়ে সোজা মুনথুম।

কলকাতা থেকে দূরত্ব

  • আনুমানিক ৫৩০ কিমি

কলকাতা থেকে মোট সময় লাগে

  • আনুমানিক ১৫ ঘণ্টা

মাথাপিছু খরচ

  • ১৫০০ টাকা

খাবার পাওয়া যায়

  • বাঙালি খাবার, গুণ্ড্রুক, গোর্খা আচার, শেকওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com