শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

কলকাতার কাছেই এই সুন্দর জায়গা থেকে

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

কাজের চাপ আজকাল মানুষ ক্লান্তি বাড়িয়েই চলেছে। দূরে কোথাও লম্বা ছুটিতে যাওয়া তো দূরের কথা, একটু অবসর সময় কাটানোও অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভ্রমণপিপাসু মানুষদের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান দিতেই এই প্রতিবেদনে মোটামুটি সাধ্যের মধ্যে তথা কম খরচে দেওয়া হল এক জায়গার ঠিকানা, যেটি কলকাতার একদম কাছেই এবং চট করে ঘুরে আসার জন্য একদম পারফেক্ট।

এবার, থাকার ব্যবস্থা হয়ে গেলেই মাথায় পেট পূজার কথা ঘুরতে থাকে। আপনি হয়তো ভাববেন, খাওয়া-দাওয়া কোথায় হবে? চিন্তা নেই। কারণ, রিসর্টেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিজের পছন্দ মতো খাবার পাবেন। হাঁস-মুরগি হোক বা ইমু-টার্কির মাংস, সবটাই পেয়ে যাবেন এই রিসর্টে। সবচেয়ে বড়ো ব্যাপার হল, খাদ্যরূপে পেশ করা বেশিরভাগ জিনিসই রিসর্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চাষ করা তাই। তাই, একদম টাটকা খাদ্য পাবেন আপনি।

এই রিসর্টে থাকার খরচ ২২০০ টাকা। কেউ এবার সপরিবারে থাকার জন্য রিসর্ট ভাড়া করতে চাইলে তাঁর খরচের পরিমাণ ৬৫০০-১১৮০০ টাকা হতে পারে। তবে মনে রাখতে হবে খাবারের টাকা উল্লিখিত খরচের থেকে পুরোপুরি আলাদা। রিসর্টে থাকা ছাড়াও, আপনি জঙ্গল সাফারিতেও যেতে পারেন। আর তাই, মোটামুটি সাধ্যের মধ্যে কাছাকাছি কোথাও ঘোরাফেরা করতে ইচ্ছে করলে এবং ব্যস্ত জীবনের থেকে একটু অন্যভাবে সময় কাটাতে চাইলে দেরি না করেই পৌঁছে যান বনলতা রিসর্টে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com