বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
Uncategorized

করোনার ৯০ শতাংশ ঝুঁকি কমায় টিকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

করোনাভাইরাসের টিকা নেওয়া থাকলে সংক্রমিত, মৃত্যু কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কমে। সোমবার (১১ অক্টোবর) ফ্রান্সে পরিচালিত প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষকদের দাবি, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর থেকে করোনায় মারাত্মকভাবে সংক্রমিত হওয়ার আশঙ্কা ৯০ শতাংশ কমে।

গবেষণায় ইপি-ফেয়ার নামের ওষুধ নিরাপত্তাসংক্রান্ত একটি গবেষণা দল ফ্রান্স সরকারের সঙ্গে কাজ করছে। ৫০ বছরের বেশি বয়সী ফ্রান্সের দুই কোটি ২০ লাখ মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু করে ফ্রান্স। তখন থেকেই গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা হয়। টিকা নেওয়া এক কোটি ১০ লাখ ও টিকা না নেওয়া একই সংখ্যার মানুষের ওপর এই গবেষণা পরিচালিত হয়। গবেষণাটির তথ্য উপাত্ত সংগ্রহ চলে চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত।

গবেষণায় এলাকা, বয়স ও লিঙ্গভেদে টিকা নেওয়া ও না নেওয়া ব্যক্তিদের ওপর আলাদা নজর রাখা হয়েছিল।

গবেষণায় দেখা গেছে, করোনার টিকা ৭৫ থেকে এর বেশি বয়সীদের শরীরে ডেল্টার বিরুদ্ধে ৮৪ শতাংশ সুরক্ষা দেয়। ৫০ থেকে ৭৫ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৯২ শতাংশ। গবেষণায় ফাইজার, মডার্না আর অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হয়েছে। টিকা নিয়ে পাঁচ মাস পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করা গেছে।

করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের ক্ষেত্রেও টিকা একইভাবে কার্যকর।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলে পরিচালিত গবেষণাতেও একই ফলাফল দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com