শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
Uncategorized

কম খরচে কলকাতায় মনের মতো শপিং করার সেরা ঠিকানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
শপিং করতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। এক দিকে সাজানো হরেক পোশাক, প্রয়োজনীয় জিনিস, অন্য দিকে লোভনীয় খাবার। কলকাতার রাস্তায় ঘুরে শপিং করার মজা এটাই। পকেটের চিন্তা না করেই যেখানে শপিং করে, খেয়ে মজা সে শহরের নাম অবশ্যই কলকাতা। শপিং মলের এসির হাওয়া খেয়ে চোখ কপালে ওঠা দামকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে কলকাতার এই সব মার্কেট। জেনে নিন এমনই ৮ মার্কেটের ঠিকানা।

নিউ মার্কেট

ওল্ড কম্লেক্সের চরিত্র এক রকম, নতুন কম্প্লেক্সের আরেক, আবার গোটা এসপ্লানেডের ফুটপাথ জুড়ে সাজিয়ে বসা নানা পসরার চরিত্র আরেক রকম। কোথায়ই আপনি হতাশ হবেন না, পকেটও খুশ থাকবে।

বড় বাজার

 রোজকার পরার শাড়ি, কুর্তি থেকে শুরু করে ঝলমলে পোশাক যে কোনও রকম পেয়ে যাবেন বড় বাজারের ঢালা সম্ভারে।

গড়িয়াহাট

দোকান হোক বা ফুটপাথ, মোড়ের মাথার মশলা চা বা বেদুইনের রোল, কিনুন বা শুধুই ফুটপাথ ধরে হেঁটে বেড়ান, গড়িয়াহাটের ব্যপারই আলাদা।

কি কে মার্কেট

শেক্সপিয়ার সরণীর ওপর এ সি এই শপিং মল কলকাতার ফ্যাশনিস্তাদের জন্য সেরা জায়গা।ব্যাঙ্কক, হংকং-এর লেটেস্ট ফ্যাশন পোশাক সব পেয়ে যাবেন এখানে। নিজের পকেট অনুযায়ী বার্গেনও করতে পারবেন।

দক্ষিণাপন

সরকারি হ্যান্ডলুম, সুতির খদ্দর থেকে শুরু করে যে কোনও ফেব্রিক, বেতের মোড়া, বেড কভার, ট্রাইবাল গয়না যারা পছন্দ করেন তাদের আর নতুন করে দক্ষিণাপন চেনানোর কিছু নেই।

বর্দান মার্কেট

ক্যামাক স্ট্রিটের ব্যস্ত রাস্তায় কলকাতা শহরের অন্যতম পুরনো শপিং মল বর্দান মার্কেট।হাল ফ্যাশনের যে কোনও পোশাক যদি সস্তায় কিনতে চান তাহলে আপনার জন্য সেরা জায়গা বর্দান মার্কেট।

হাতিবাগান

কলেজ স্ট্রিট থেকে ট্রাম ধরে সোজা চলে যান হাতিবাগান মার্কেট।জামা কাপড় থেকে রোজকার প্রয়োজনীয় সামগ্রী, যা খুশি মন ভরে কিনে ফেলুন।

মেট্রো প্লাজা

হো চি মিন সরণীর ওপর এই শপিং মলে ব্র্যান্ডেড পোশাক যেমন পাওয়া যায়, তেমনই পাবেন নন-ব্র্যান্ডেড। সঙ্গে জুতো, ব্যাগ, নানা অ্যাক্সেসরিজ তো রয়েছেই। সব কিছুই আপনার পকেটের সঙ্গে জুতসই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com