শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

কক্সবাজার হোটেল; সমুদ্র দর্শনে কোথায় থাকবেন

  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শুধুমাত্র সমুদ্র সৈকতকে কেন্দ্র করেই কক্সবাজারে আসে অসংখ্য পর্যটক। আর এই পর্যটন শিল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কক্সবাজার হোটেল, মোটেল সহ রিসোর্ট এবং গেষ্ট হাউস। সবগুলো প্রতিষ্ঠান মিলিয়ে ধারণক্ষমতা মোটামুটি ১ লক্ষ ৫০ হাজারের উপরে। তার পরেও পর্যটন মৌসুমে পর্যটকদের ভোগান্তিতে পড়তেই হয়।

এখানে যেমন রয়েছে বেসরকারি উদ্যোগে নির্মিত ভাল হোটেল আবার পাশাপশি রয়েছে বাংলাদেশ পর্যটন কেন্দ্র কতৃর্ক নির্মিত ও পরিচলিত মোটেল। এগুলোর সবই সৈকতের নিকটে এবং মানের দিক থেকে আধুনিক। অফ পিক সিজনে যদিও স্থান সংকুলানের কোন সমস্যা হয় না তবে, পিক সিজনে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াটাই ভাল।

কক্সবাজার হোটেল ও বুকিং সংক্রান্ত তথ্য

৬০০০ থেকে ১০.০০০ টাকার মধ্যে যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে লং বীচ, কক্স টুডে, মারমেইড বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইজ, হেরিটেজ ইত্যাদি অন্যতম।

কক্সবাজার হোটেল
কক্সবাজার হোটেল

৩,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে থাকার জন্য পাবেন, সী প্যালেস, হোটেল সী ক্রাউন, সী গাল, ইউনি রিসোর্ট কোরাল রীফ, নিটোল রিসোর্ট, আইল্যান্ডিয়া, বীচ ভিউ, ইত্যাদি।

৮০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে থাকতে পারবেন নীলিমা রিসোর্ট, উর্মি গেস্ট হাউজ, কোরাল রীফ, মিডিয়া ইন, ইকরা বিচ রিসোর্ট, অভিসার, কল্লোল, সেন্টমার্টিন রিসোর্ট, হানিমুন ছাড়াও আরো বেশ কিছু রিসোর্টে।

তবে এর থেকে কমেও হোটেল পাবেন কক্সবাজারে, সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে একটু আগে থেকে খোঁজ খবর নিতে হবে। তবে অবশ্যই স্থানীয় রিকশাওয়ালা বা সিএনজি চালকদের উপরে ভরসা করবেন না, প্রয়োজনে আগে থেকে হোটেলের ফেইসবুক পেইজ বা ওয়েবাসাইট থেকে তথ্য সংগ্রহ করুন।

কক্সবাজারে যারা ভ্রমণ করতে চান তাদের সুবিধার জন্য এখানে বিভিন্ন ক্যটাগরির কিছু হোটেলের তথ্য প্রদান করছি। আপনারা প্রয়োজনে সরাসরি ফোন করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বুকিং করতে পারবেন।

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা
রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা। (Image Source: seapearlbd.com)

পাঁচ তারকা মানের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ১৫ একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে ৪৯৩টি বিলাসবহুল কক্ষ ও স্যুট দুটি সুইমিং পুল টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, থ্রিডি মুভি হল, বিলিয়ার্ডস, অ্যাম্ফিথিয়েটার সহ একটি বিলাসবহুল স্পা এবং একটি জিম রয়েছে।

এছাড়াও রয়েছে ৫ টি বিশেষ রেস্তোঁরা, ইন্ডোর এবং আলফ্রেসকো আসনের সাথে একটি ডাইনিং, ২ টি ভাল স্টকযুক্ত বার এবং লাউঞ্জ, একটি আইসক্রিম পার্লার।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ১২,০০০ টাকা থেকে ১,০৮,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ/বুকিংঃ+88-01970660066, +88-029140454
ওয়েবসাইটঃ www.seapearlbd.com

সীগাল হোটেল

সীগাল হোটেল
সীগাল হোটেল (Image Source: seagullhotelbd.com)

কক্সবাজারের প্রথম পাঁচ তারকা মানের ডিলাক্স হোটেল সীগাল। পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমে থাকা এই হোটেলটিতে সাধারন এবং স্যুট মিলিয়ে রয়েছে ১৮১টি গেস্ট রুম, রেস্তোরা, সুইমিং পুল এবং বিজনেস সেন্টার। আরো রয়েছে হেল্থ ক্লাব, টেনিস কোর্ট, স্পা, বিলিয়ার্ড রুম।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ৫৫০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ/বুকিংঃ +88 01766 666 530-539 ,Tel: +88 0341 62480 – 90
ওয়েবসাইটঃ www.seagullhotelbd.com

হোটেল দা কক্স টুডে

হোটেল দা কক্স টুডে
হোটল দা কক্স টুডে। (Image Source: hotelthecoxtoday.com)

হোটেল কক্স টুডে কক্সবাজারের কলাতলী রোডে অবস্থিত ৫ তারকা মানের বিলাসবহুল প্রাইভেট হোটেল। হোটেলটি বিমানবন্দর থেকে মাত্র ৫ মিনিটের দুরত্বে অবস্থিত হওয়ায় কর্পোরেট থেকে শুরু করে বিদেশী পর্যটকদের জন্য একটি পছন্দের স্থান।

হোটেলটিতে রয়েছে যে কোন ধরনের কর্পোরেট প্রগামের জন্য বিশেষ ব্যবস্থা। রয়েছ বিবিকিউ রেস্তোঁরা, মাল্টি-কুইজিন রেস্তোঁরা, কফি এবং পেষ্ট্রি শপ, ফিটনেস সেন্টার, সুইমিং পুল, জিম, স্পা, সৌনা, বিলিয়ার্ড, স্ন্যুকার রুম, উপহারের দোকান, জরুরী চিকিৎসক এবং লিমোজিন পরিষেবা।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ৭৫০০ টাকা থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ/বুকিংঃ +88 01755 598 449, +88 01755 598 450, +88-0341 52410-22
ওয়েবসাইটঃ www.hotelthecoxtoday.com

সাইমন বিচ রিসোর্ট

সাইমন বিচ রিসোর্ট
সাইমন বিচ রিসোর্ট (Source: sayemanresort.com)

পঞ্চাশ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে ৪ তারকা মানের এই হোটেলটির। কক্সবাজারের কলাতলীর মেরিন ড্রাইভ রোডে বিচ ঘেঁষে গড়ে ওঠা সায়মন বিচ রিসোর্ট কক্সবাজারের প্রথম প্রাইভেট হোটেল। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হোটেলটিতে রয়েছে রয়েছে ইনফিনিটি পুল, নিজস্ব বিচ, বারসহ উন্নতমানের রুম। উপভোগ করতে পারবেন সার্ফ বোর্ড, জেট স্কি, কায়াক, বিচ বাইকসহ বিভিন্ন বিচ এক্টিভিটিও।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ১০৫০০ টাকা থেকে ৪৪,০০০ টাকা পর্যন্ত।
ঠিকানাঃ Marine Drive Road, Kolatali, Coxs Bazar
যোগাযোগ/বুকিংঃ +88 09610 777 888, +88 01755691917
ওয়েবসাইটঃ www.sayemanresort.com

প্রাসাদ প্যারাডাইস

প্রাসাদ প্যারাডাইস
প্রাসাদ প্যারাডাইস

সারিবদ্ধ গাছের মধ্যে কাঁচের টাওয়ার সাদৃশ্য এই কক্সবাজার হোটেলটি সমুদ্র সৈকত থেকে মাত্র ২ মিনিট দুরত্বে অবস্থিত। এখানে মোট ৮৪টি বিভিন্ন ক্যটাগরির রুমের মধ্যে ৭লা টাওয়ারে রয়েছে ৪৪টি আর বাকিগুলো রয়েছে ১০টি সুন্দর বাংলোতে। সাথে রয়েছে একটি সুইমিং পুল, রাউন্ড দ্যা ক্লক রেস্টুরেন্ট, বাচ্চাদের খেলাধুলা করার জন্য মাঠ, কনফারেন্স সুবিধার জন্য একটি বড় হল।

রুম ভাড়াঃ ৫,৪৪০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
ঠিকানা: প্লট নং ৯, নিউ বীচ রোড়, হোটেল-মোটেল জোন, কক্সবাজার
যোগাযোগ/বুকিংঃ 01556347711, 01556347722
ওয়েবসাইট: www.praasadparadise.com.bd

হোটেল সি ক্রাউন

তিন তারকা মানের হোটেল সি ক্রাউন, এখানে থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের আনন্দকে উপভোগ করতে পারবেন ষোলআনা। কক্সবাজার হোটেলগুলোর মধ্যে এটাও সৈকতের সবথেকে কাছে অবস্থিত। হোটেল সি ক্রাউনের লবি থেকে নামলেই দেখতে পাবেন সমুদ্রকে। তুলনামুলক কম খরচে চোখের সামনে চব্বিশ ঘণ্টা সমুদ্রের দৃশ্য দেখতে চাইলে সি ক্রাউন হতে পারে আপনার জন্য একটি উপযুক্ত থাকার জায়গা।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ৪০০০ থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত।
ঠিকানাঃ Hotel Sea Crown, Marine Drive, Kola Toli New Beach
যোগাযোগ/বুকিংঃ +88 01817 089 420, 0341-64795, 0341-64474
ওয়েবসাইটঃ www.hotelseacrownbd.com

নীলিমা বিচ রিসোর্ট (Nilima Beach Resort)

Nilima Beach Resort
Nilima Beach Resort

যদি ইচ্ছে হয় রুমের বারান্দায় বসে চা খেতে খেতে সাগর দেখবেন, অথবা রুম থেক নেমেই সৈকতে পা রাখবেন তবে নীলিমা বিচ রিসোর্ট আপনার জন্য চমৎকার একটি জায়গা। রুমের কনডিশন, বাথরুম ফিটিংস এগুলো একটু ওভারলুক করতে পারলে কক্সবাজার হোটেল রুমে শুয়ে সাগরের গর্জন শুনতে শুনতে ঘুম যাওয়ার ফিলিংসটা এখানে পারবেন।

এখানে কয়েকটি ক্যটাগরিতে এসি এবং নন এসি রুম রয়েছে আপনাকে ফোনে যোগাযোগ করে বুকিং করতে হবে। অথবা রুম খালি থাকা সাপেক্ষে সরাসরি গিয়ে রুম নিতে পারবেন। তবে উল্লেখ্য যে, সৈকত সংলগ্ন হওয়া ছাড়া দামের তুলনায় আর কোন বিশেষ সুবিধা এখানে পাবেন না।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ পিক সিজনে ১৫০০ টাকা থোক থেকে শুরু করে ৪,০০০ টাকা পর্যন্ত।
ঠিকানাঃ সুগন্ধা সি ইন পয়েন্ট, বিচে নামার সময় ডান পাশে (মসজিদ এর পাশে), কক্সবাজার।
যোগাযোগ/বুকিংঃ 01831878833
ফেসবুজ পেজঃ Nilima Beach Resort

হোটেল কক্স হিলটন

কলাতলির সুগন্ধা পয়েন্টে অবস্থিত কক্স হিলটন হোটেলটির সাথে রয়েছে একটি সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট। এখানকার অসাধারণ সামুদ্রিক খাবারের পাশাপাশি আরো পাবেন বাংলা খাবার, থাই ও চাইনিজ খাবার। এখানাকার নিবেদিতপ্রাণ কর্মীদের আন্তরিকতাও আপনাকে মুগ্ধ করবে। হেটেলের অতিথীদের জন্য রয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা, মিনারেল ওয়াটার, দৈনিক সংবাদপত্র, গাড়ি পার্কিং সুবিধা।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ৩৫০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত।
ঠিকানাঃ Block- B, Ploat- 25, Kolatali Road, Shogonda Point, Cox’s Bazar
যোগাযোগ/বুকিংঃ +88 0341-52504-5, +88 01817 380 399
ওয়েবসাইটঃ www.coxshilton.com

হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিঃ

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ৩০০০ থেকে শুরু করে ৭,০০০ টাকা পর্যন্ত।
ঠিকানাঃ হোটেল মোটেল জোন, সি বিচ রোড, কক্সবাজার।
যোগাযোগ/বুকিংঃ 01710-303090, 01711-341164
ওয়েবসাইটঃ www.hotelmedialimited.business.site

লাইটহাউস ফ্যামিলি রিট্রিট

সমুদ্র সৈকত থেকে কয়েক মিনিট দূরে অবস্থিত লাইটহাউস ফ্যামিলি রিট্রিট। এখানে সাশ্রয়ী মূল্যে আরামদায়ক রাত্রীযাপনের পাশাপাশি রয়েছে কর্পোরেট অতিথিদের জন্য থাকার ব্যবস্থা। বিশ্বমানের সুবিধাসহ এই হোটেলটি পর্যটকদের জন্য থাকার একটি ভাল জায়গা। আপনার যে কোন কর্পোরেট প্রগামের জন্য এখানে যোগাযোগ করত পারেন।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ৩০০০ থেকে শুরু করে ৬,০০০ টাকা পর্যন্ত।
ঠিকানাঃ Road I H#84 I B#A PWD R/A, Kolatoli Cox’s Bazar -4700
যোগাযোগ/বুকিংঃ +88 01787664866 +88 0341-64662
ওয়েবসাইটঃ www.lighthousefamilyretreat.com

রয়েল বিচ রিসোর্ট

কক্সবাজার কলাতলীর পিডাব্লিউডি গেষ্ট হাউস জোনে অবস্থিত এই ৩ তারাকা মানের গেষ্ট হাউস রয়েল বিচ রিসোর্ট। এখানে ৭০টি স্যুট এবং ২৮টি ডিলাক্স রুমের সাথে আারো রয়েছে , কার পার্কিং সুবিধা, কফি শপ, লবি এবং শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ৪০০০ থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত।
ঠিকানাঃ Plot #B, 64-PWD Hotel Zone, Kolatoli, Cox’s Bazar.
যোগাযোগ/বুকিংঃ +88 01755 535 354, +88 0341 52557 +88 0341 52558
ওয়েবসাইটঃ www.royalbeachbd.com

ওসান প্যালেস হোটেল

ষাটেরও বেশি সংখ্যক সজ্জিত স্যুট ও কক্ষের সাথে রয়েছে আলাদা আধুনক স্নানঘর এবং ঝরনা, ওপেন প্ল্যান লাউঞ্জ এবং ব্যালকনি। এখানকার প্রশস্ত স্যুইটগুলিতে সহজেই একটি পরিবারের ৪ থেকে ৬ জন সমন্বয় করে থাকতে পারবেন। পুরো পরিবার অথবা কাপল সবার জন্যই এই কক্সবাজারে এই হোটেলটি থাকার জন্য উপযুক্ত।

রুম ভাড়া এবং বুকিং সংক্রান্ত তথ্যঃ

রুম ভাড়াঃ ২০০০ থেকে শুরু করে ৪,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ/বুকিংঃ +88 01841-122447, +88 01841-122448, +88 01841-122449
ওয়েবসাইটঃ www.oceanpalacehotel.com

সাধারণত অফ সিজনে এখানকার হোটেল ও রেস্ট হাউসগুলোতে ভাড়া পিক সিজনের তুলনায় কম বা অর্ধেক থাকে। তারপরেও যারা পিক বা অফ সিজনে আরো একটু কম দামে হোটেল বা রিসর্টে থাকতে চান তদের অবশ্যই বিচ থেকে একটু দূরে হোটেল এবং রিসোর্ট খুজতে হবে। সাধারণত বিচ ও মেইন রোড থেকে হোটেল যতটা দূরে হবে ভাড়ার অংশটাও তুলনামুলকভাবে ততটাই কম হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com