কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে চালু হচ্ছে টুরিস্ট ক্যারাভ্যান।

টুরিস্ট ক্যারাভ্যানের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের কোনো ছবি। ক্যারাভ্যানে চড়ার জন্য সেসব দেশে যেতে হবে না। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে চালু হচ্ছে টুরিস্ট ক্যারাভ্যান।

চালু হচ্ছে এ সার্ভিস। ক্যারাভ্যানটি ছাড়া হবে সকাল ৯টায় কলাতলী থেকে। মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যাবে এটি। আবার একই রুটে ফিরে আসবে টুরিস্ট ক্যারাভ্যান।

জানা গেছে, টুরিস্ট ক্যারাভ্যানটি প্যাকেজ হিসেবে পরিচালিত হবে। জনপ্রতি দু’হাজার টাকার এ প্যাকেজে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স ও দর্শনীয় স্থানগুলো দেখানো অন্তর্ভূক্ত থাকবে। ক্যারাভ্যানে ওয়াইফাই, লাইব্রেরী, ওয়াশরুমও থাকছে।

টুরিস্ট ক্যারাভ্যানে যেতে যেতে দেখবেন- একপাশে সবুজ পাহাড়, ওপাশে নীল সমুদ্র। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র  সৈকত ছুঁয়ে এ মেরিন ড্রাইভ সড়ক এরই মধ্যে বিশ্বের দীর্ঘতম সড়ক খেতাব পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: