শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

কক্সবাজার থেকে সেন্ট মার্টিন হেলিকপ্টার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
কক্সবাজার ইনানী বিচ ( Bay Watch Hotel) এর হেলিপ্যাড থেকে আমাদের বেল ৪২৯ হেলিকপ্টার সেন্টমার্টিন যাবে।
প্রতিদিন সকালে হেলিকপ্টার যাত্রীদের সেন্টমার্টিন নিয়ে যাবে এবং সেদিন বিকালে অথবা পছন্দ মত তারিখে (কোম্পানি রুলস অনুযায়ী) সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরিয়ে আনবে।
কক্সবাজার-সেন্টমার্টিন-কক্সবাজার রুট (রাউন্ড ট্রিপ)- ২০-২৩ হাজার টাকা জন প্রতি।
শুধু কক্সবাজার – সেন্টমার্টিন অথবা সেন্টমার্টিন থেকে কক্সবাজার ( একক পথ) – ১৫-১৬ হাজার টাকা জন প্রতি।
বুকিং দিতে চাইলে আমাদের পেইজে মেসেজ করুন –
অথবা, নিম্মে দেওয়া ফরমটি পূরন করুন:
এছাড়াও কক্সবাজারে আমাদের ১০ মিনিট হেলিকপ্টার জয় রাইড ৫৫০০ টাকা থাকছে জনপ্রতি।
এবার একটু টিকিট প্রাইজের প্রসঙ্গে আসি।
সেন্ট মার্টিনে যে হেলিকপ্টার যাবে সেটা বেল ৪২৯ মডেল। এটায় ২ টা ইঞ্জিন থাকে। যাতে একটা ইঞ্জিন কাজ না করলে ২য় ইঞ্জিন চালু হয়। এতে দু:ঘটনার আশংকা কমানো যায়।
যেহেতু আমরা সমুদ্র পথ পাড়ি দিবো তাই সমুদ্রে এই বাতাসের গতিবেগে হেলিকপ্টারের stability ধরে রাখতে এক মাত্র বেল হেলিকপ্টার সক্ষম। আর তাই এই হেলিকপ্টার পরিচালনা খরচ অন্য ছোট হেলিকপ্টার থেকে কয়েক গুন বেশি খরচ।
এছাড়া সিভিল অ্যাভিয়েশনের নীতি মালা ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে আমাদের বেল হেলিকপ্টার ছাড়া অন্য কোন সিংগেল ইঞ্জিন হেলিকপ্টার ব্যবহার করার অনুমতি নাই।
কক্সবাজারে ১০ মিনিট যে হেলিকপ্টার রাইড ৫৫০০ টাকায় দেয়া হবে সেটা হবে রবিনসন আর৬৬ মডেল হেলিকপ্টার দিয়ে। সেটা মাত্র ৪ জন যাত্রী বহন করতে পারে এবং এর পরিচালনা খরচ অনেক কম। তাই আমরা এতো কমে হেলিকপ্টার রাইড করতে পারি।
আমি ব্যক্তিগত ভাবে যত ব্যবসায় সাথে যুক্ত আছি সেসব ব্যবসায় আমরা সব থেকে কম মুনাফা অর্জনের চেষ্টা করি। কারণ আমার একটাই ইচ্ছা আমার ব্যবসা গুলো যেন ব্যবসা থেকে সেবা বেশি মাথায় রাখে। আমি কিংবা আমরা সমাজের অতি মুনাফা ভোগী শ্রেনীর ব্যবসায়ী হতে চাই না। ব্যবসা যেন আমাদের টাকার থেকে সন্মান বেশি এনে দেয় সেই স্বপ্ন আমরা বুকে ধারণ করি।
কল : 01603-522779

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com