শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
Uncategorized

ওয়েস্টমিনিস্টার ফুল ইন্টারন্যাশনাল স্কলারশিপ (যুক্তরাজ্য)

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।এই বিশ্ববিদ্যালয়ে উন্নয়নশীল দেশ ও মধ্যম আয়ের দেশের মেধাবী নাগরিকদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। এই স্কলারশিপের মধ্যে শিক্ষার্থীগণ ফুল, হাফ বা পারশিয়াল স্কলারশিপের ব্যবস্থা রিয়েছে। তবে মনে রাখতে হবে আপনি শুধু একটি মাত্র স্কলারশিপেই আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে কয়েক ঘন্টা ভলেন্টিয়ারিং করতে হয়। প্রথম বছর স্কলারশিপ পাওয়ার পর যদি আপনি ভালো ফলাফল না করেন, তাহলে এই স্কলারশিপ বাতিল করে দেওয়া হবে।

স্কলারশিপ এর নাম

ওয়েস্টমিনিস্টার ফুল ইন্টারন্যাশনাল স্কলারশিপ।

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

আপনি এই স্কলারশিপের আওতায় ব্যাচেলর বা মাস্টার্স করতে পারবেন। আর কোর্স পছন্দ করতে হবে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট – https://www.westminster.ac.uk

দেশ এবং কর্তৃপক্ষ

যুক্তরাজ্য। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট মিনিস্টার।

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ

১। টিউশন ফি

২। মাসিক জীবনযাত্রার ব্যায়

৩। আবাসন  ভাতা

৪। যাতায়ত বিমান ভাড়া

৪। স্বাস্থ্য বীমা

আবেদনের যোগ্যতা

১। ব্যাচেলর কোর্স করতে আপনার পেতে হবে ৪.৫ সিজিপিএ আর মাস্টার্স করতে আপনার সিজিপএ লাগবে ৩.০। আর আপনি যদি ফুল স্কলারশিপ পেতে চান তাহলে আপনাকে পেতে হবে ৩.৭৫ সিজিপিএ।

২। ব্যাচেলর কোর্স এর জন্য IELTS এ থাকতে হবে 6.0 আর মাস্টার্স কোর্সে থাকতে হবে 6.5। আপনি যে বিষয়ে আবেদন করছেন সে অনুযায়ী আপনার IELTS Score প্রয়োজন পড়বে।

আপনাকে এই স্কলারশিপ পাওয়ার জন্য আর্থিক ভাবে অসচ্ছল হতে হবে।

westminster full international scholarship
Image Source: Internet

আবেদনের সময়সীমা

ওয়েস্টমিনিস্টার ফুল ইন্টারন্যাশনাল স্কলারশিপ শুরু হয় এপ্রিল মে মাসে। তবে বিস্তারিত জানতে আবশ্যই চোখ রাখতে হবে ওয়েব সাইট এ – https://www.westminster.ac.uk

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

বিশ্বে যেকোন উন্নয়নশীল দেশ অথবা মধ্যম আয়ের দেশের নাগরিক এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থিকে প্রথমেই অনলাইনে আবেদন করতে হবে আপনার পছন্দের প্রোগ্রামের জন্য। এরপর আপনি কন্ডিশন্যাল এডমিশন পাওয়ার পর আবেদন করবেন স্কলারশিপের জন্য। পরবর্তীতে আপনার পোর্ট ফোলিও দেখে আপনাকে স্কলারশিপ প্রদান করা হবে।

এই ক্ষেত্রে মাস্টার্সে আবেদন করতে কোন ফী দিতে হয় না তবে ব্যাচেলরে আবেদন করতে ১৩ মার্কিন ডলার খরচ করতে হবে।

আবেদন করতে আন্ডারগ্র্যাজুয়েটের জন্য –https://www.ucas.com/ এবং গ্র্যাজুয়েটের জন্য – https://pgapp.ukpass.ac.uk/ukpasspgapp/login.jsp?institution=W50&course=018455&source=http://d8.westminster.ac.uk

গিয়ে একাউন্ট খুলে আবেদন করতে হবে।

স্কলারশিপ প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবেঃ

১। Offer Letter

২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট

৩। রিকমেন্ডেশন লেটার –আবেদনের জন্য ও স্কলারশিপের জন্য আলাদা রিকোমেন্ডেশন লেটার ব্যবহার করতে হবে।

৪। Motivation Letter and CV

৫। IELTS এর সনদ

৬। Work Experience Certificate

৭। পাসপোর্টের কপি

সকল ডকুমেন্টস ডাক যোগে ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

Scholarships Office
University of Westminster
Cavendish House
101 New Cavendish Street
London W1W 6XH
United Kingdom

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com